- Advertisement -spot_img
HomeAll jobsকুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular

- Advertisement -

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূণ্য পদ পূরণ ও ১ (এক) বছরের মধ্যে পদ শূণ্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্ত নিম্নোক্ত শর্তসাপেক্ষে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
৪৭তম বিসিএস সার্কুলার

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Kushtia DC Office Job Circular 2025 কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। Kushtia DC Office Job Circular 2025-এর মাধ্যমে ০৭ জন জনবল নিয়োগ করবে।  Kushtia DC Office Job Circular 2025 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২ – এর অনলাইনে আবেদন ১২ ডিসেম্বর ২০২ এ শুরু হবে এবং শেষ তারিখ ১২ জানুয়ারী ২০২৫। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২Kushtia DC Office Job Circular 2024-এ ০১টি বিভাগে মোট ০৭ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আপনি কি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সর্ম্পকে সংক্ষেপঃ

সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বিষাদ সিন্ধুুর রচয়িতা মীর মশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি, পুরাতন কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাসত ভিটা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, ‘‘এই পদ্মা এই মেঘনা’’ গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙাল হরিণাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতিন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সঙ্গীত শিল্পী মোঃ আব্দুল জববার, ফরিদা পারভীনসহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।

একনজরে কুষ্টিয়া জেলা :

আয়তন১৬০৮.৮০ বর্গ কি. মি.
নির্বাচনী এলাকা০৪ টি
মোট ভোটার সংখ্যা১৪,২৫,৯৯০ জন
পুরুষ৭,১১,৭৪৭ জন
মহিলা৭,১৪,২৪৩ জন
উপজেলা ০৬টি
থানা০৭ টি
পৌরসভা০৫টি
ইউনিয়ন৬৫ টি
গ্রাম৯৭৯ টি
সিটি কর্পোরেশন  নাই
মেডিকেল কলেজ০১ টি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়০৩ টি
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়২৩৮ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়৭২ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়৭৫৮ টি
মাদ্রাসা (দাখিল, আলিম, ফাজিল, কামিল) ৭৫ টি
সরকারি কলেজ৩ টি
বেসরকারি কলেজ৬০ টি (৪২ টি এমপিও ভুক্ত)
পলিটেকনিক০১ টি
বিশ্ববিদ্যালয়০২ টি
মৌজা৭০১ টি
নদী১১ টি
২০ একরের উর্দ্ধে৩৮ টি
অনুর্দ্ধ ২০ একর৫৪ টি
উন্মুক্ত জলাশয়০৭ টি
হাটবাজার৩১০ টি
মোট জমি৩,৩৪,১৪৮ একর
মোট আবাদি জমি২,৭৫,৫১৯ একর
ইউনিয়ন ভূমি অফিস৬৫ টি
পাকা রাস্তা১৩৯০ কি.মি
কাঁচা রাস্তা২৪৬২কি.মি
আবাসন১৩ টি
আশ্রয়ণ প্রকল্প৭ টি
আদর্শগ্রাম৭ টি
খেয়াঘাট / নৌকাঘাট 
দর্শনীয় স্থানশিলাইদহ কুঠিবাড়ী, ফকির লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাসত ভিটা ইত্যাদি।
জনসংখ্যার ঘনত্ব১২১০/বর্গ.কি.মি.
স্বাস্থ্য 
জেনারেল হাসপাতাল১ টি (২৫০ শয্যাবিশিষ্ট)
উপজেলা হেলথ কমপ্লেক্স৫ টি
স্কুল হেলথ সেন্টার১ টি
জেল হাসপাতাল১টি (২৭ শয্যা বিশিষ্ট) ।
কৃষি 
মোট ফসলী জমির পরিমাণ২,৭৫,৫১৯ একর
মোট কৃষক পরিবারের সংখ্যা২,৪৪,৩৮০ টি
প্রধান ফসলধান, আখ, তামাক, পাট, গম, ভূট্টা, সরিষা, ডাল
দুর্যোগ প্রবন এলাকা কিনানা

সাধারণ তথ্যাবলীঃ

০১মসজিদ   ১৭১০ টি
০২মন্দির  ২০০  টি
০৩গির্জা:  ০২ টি
০৪ঈদগাহ  ১১৭৩ টি
০৫কওমি মাদ্রাসা  ৪০ টি
০৬রাইস মিল১৩৪৩ টি
০৭নার্সারী১৪৬টি
০৮হর্টিকালচার০২ টি
০৯তাঁতের সংখ্যা২১৬৮৮টি
১০গ্রোথ সেন্টারের সংখ্যা২৬ টি

তথ্য সূত্রঃ এক নজরে কুষ্টিয়া জেলা

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০১।
মোট পদ সংখ্যাঃ ০৭।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি। মোট বেতনভাতার ৭৫% সরকার এবং অবশিষ্ট ২৫% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্যা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে ১০০% বেতনভাতাদি এ কার্যালয় হতে পরিশোধ যোগ্য।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১২ জানুয়ারী ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: সরাসরি অথবা ডাকযোগে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সংস্থার নামঃ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ।
পদের নামঃবিস্তারিত নিচে দেখুন।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ০৭
চাকরির আবেদনসরাসরি অথবা ডাকযোগে।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি। মোট বেতনভাতার ৭৫% সরকার এবং অবশিষ্ট ২৫% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্যা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে ১০০% বেতনভাতাদি এ কার্যালয় হতে পরিশোধ যোগ্য ।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

১২ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

১২ জানুয়ারী ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইটdckushtia.teletalk.com.bd/
দেখুন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image

কুষ্টিয়া জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি বেতন কাঠামো

পদের নামঃ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
দপ্তরের নামঃ কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে।
পদের সংখ্যাঃ ০৭টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি। মোট বেতনভাতার ৭৫% সরকার এবং অবশিষ্ট ২৫% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্যা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে ১০০% বেতনভাতাদি এ কার্যালয় হতে পরিশোধ যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি ।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Donload

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Kushtia DC Office Job Circular

Kushtia DC Office Job Circular is abalable in our website  bdgovtjob.today

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে । সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না ।

প্রার্থীদের নির্বাচনী (লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ করা হবে না । কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সরকারি নির্দেশনার আলোকে কোন শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করতে পারবেন । আবেদনপত্রের সঙ্গে ১০/-(দশ) টাকার ডাক টিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত (যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান) খাম জমা দিতে হবে।

অনিবার্য কারণ বশতঃ কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রম স্থগিত ও সময় পরিবর্তন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন । নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী ১(এক) বছরের জন্য এই প্যানেল কার্যকর থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখের ০৫.১১০.০০০.০০.০০.০৮৯.১৪-০১ নম্বর স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক, কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী ১২/০১/২০২৫ তারিখ বিকাল- ০৫:০০ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ায় পৌঁছাতে হবে। আবেদন ফরম জেলা তথ্য বাতায়ন (www.kushtia.gov.bd) হতে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ, ত্রুটি পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে ।

লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://dckushtia.teletalk.com.bd, কুষ্টিয়া জেলার ওয়েবসাইট http://www.kushtia.gov.bd -এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধু যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া www.kushtia.gov.bd ওয়েবসাইটে এবং http://dckushtia.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল  bdgovtjob.today তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.kushtia.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Kushtia DC Office Job Circular 2025 pdf download

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি pdf download. Kushtia DC Office Job Circular 2025 PDF ডাউনলোড। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি pdf download kushtia.gov.bd  এবং dckushtia.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2025 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

Kushtia%20DC%20Office%20Job%20Circular images 0
Kushtia%20DC%20Office%20Job%20Circular images 1
Kushtia%20DC%20Office%20Job%20Circular images 2

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Donload

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here