- Advertisement -spot_img
HomeAll jobsকক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Cox's Bazar Palli Bidyut...

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024

- Advertisement -

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024. কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরীর নিমিত্তে পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রকাশিত হয়েছে। Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 / pbs.coxsbazar.gov.bd Job Circular 2024 -এর মাধ্যমে ০২টি (তবে কমবেশী হতে পারে) জন জনবল নিয়োগ করবে। Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ২২ আগস্ট ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 -এ ০১টি বিভাগে মোট ০২ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় ০৫টি জোনাল অফিস, ০১টি সাব-জোনাল অফিস, ০৩টি এরিয়া অফিস এবং ১৭টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯ ডিসেম্বর, ১৯৯২ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ০৫ ডিসেম্বর, ১৯৯৩ সালে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। এ সমিতির অধীনে ০৯টি উপজেলা, ৬৬টি ইউনিয়ন ও ৯৪৭টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর কক্সবাজারের ঝিলংজাতে অবস্থিত।

জোনাল অফিসসমূহ এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
উখিয়া জোনাল অফিস।
চকরিয়া জোনাল অফিস।
মহেশখালী জোনাল অফিস।
ঈদগাঁও জোনাল অফিস।
টেকনাফ জোনাল অফিস।
সাব-জোনাল অফিসসমূহ।
পেকুয়া সাব-জোনাল অফিস।
এরিয়া অফিসসমূহ।
রামু এরিয়া অফিস।
মাতারবাড়ী এরিয়া অফিস।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।মোট আয়তন: ২৯০৭.৯৫০ বর্গ কিলোমিটার। সিষ্টেম লস: ১২.৯৬% (জুন, ২০২৩) উপকেন্দ্র: ২০টি। মোট নির্মিত লাইন: ৭৯৯৫ কিলোমিটার। সূত্রঃ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে বিবরন

সংস্থার নামঃ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০১।
মোট পদ সংখ্যাঃ ০২।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। ।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০১ আগস্ট ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০২ আগস্ট ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
পদের নামঃনিচে দেখুন ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ০২টি (তবে কমবেশী হতে পারে)
চাকরির আবেদনডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

২২ আগস্ট ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

১৯ সেপ্টেম্বর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটকক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি
দেখুন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Image

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ ড্রাইভার।
পদের সংখ্যাঃ ০২ টি
গ্রেডঃ –
বেতন স্কেলঃ পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

(ক) সাবলীলভাবে বাংলা, ইংরেজী শব্দ, সংখ্যা পড়তে লিখতে সক্ষম হতে হবে।
(খ) প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে।
(গ) প্রার্থীর যে কোন সরকারী/আধা-সরকারী/বৃহৎ শিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকাল হিসেবে গণ্য করা হবে । বিগত ০৩ (তিন) বৎসরের মধ্যে বড় ধরণের কোন দূর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র প্রদান করতে হবে।
(ঘ) প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারীসহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে।
(ঙ) ১৯/০৯/২০২৪খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ হতে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাঃ কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণ এবং বান্দরবান জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। অন্যান্য সকল জেলার যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। যারা Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তারা নিচের বিস্তারি পড়ে বুঝে আবেদন করুন।

আবেদনকারীগণকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট http://pbs.coxsbazar.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েব সাইট http://www.reb.gov.bd হতে আবেদন ফরম (ফরম নং-পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড পূর্বক A4 size এর কাগজে প্রিন্ট করতে হবে। আবেদনপত্র নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ১৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিলংজা, কক্সবাজার এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পৌঁছাতে হবে।

ওয়েব সাইট হতে ডাউন লোডকৃত আবেদন ফরম ব্যতিত সাদা কাগজে, টাইপকৃত, অসম্পূর্ণ বা ভুল আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতিত সরাসরি কিংবা ১৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার পর প্রাপ্ত আবেদন গ্রহনযোগ্য হবে না । আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

ওয়েব সাইট হতে প্রাপ্ত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতঃ

  • (ক) প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি।
  • (খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মার্ক শীট ও প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয়)।
  • (গ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন হতে জাতীয়তা/নাগরিক সনদপত্র।
  • (ঘ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • (ঙ) যে কোন তপসিল ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ১০০/= (একশত) টাকার ব্যাংক ড্রাফট/ডিমান্ড ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নাম, পদবী সম্বলিত সীল সহ) থাকতে হবে।

প্রার্থীর গাড়ী চালনা করার ভাল দক্ষতা থাকতে হবে। বিগত ০৩ বছরের মধ্যে কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি এমন সার্ভিস রেকর্ড এর প্রমাণক সংযুক্ত করতে হবে। বড় ধরনের দূর্ঘটনা বলতে এমন দূর্ঘটনাকে বুঝাবে যেখানে কেহ আহত হয়েছেন। গাড়ির ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রাথমিক ধারণা থাকতে হবে।

পবিস কর্তৃক আয়োজিত ড্রাইভিং পরীক্ষা, লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত/ব্যবহারিক/স্বাস্থ্য পরীক্ষা/চক্ষু পরীক্ষা/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা ।

Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024

Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য “অন-প্রবেশনে” নিয়োগ করা হবে। অন-প্রবেশনকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথভাবে সম্পাদন, বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে সমিতির নিজস্ব বেতন কাঠামোর আওতায় নির্ধারিত কাঠামোতে নিয়মিত করা যেতে পারে। অন-প্ৰবেশনকাল সর্বোচ্চ ০৬ (ছয়) মাস বর্ধিত হতে পারে যা ০২ (দুই) বারের বেশি হবে না। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন/স্বীকৃত মেডিকেল অফিসার/পবিসের রিটেইনার চিকিৎসকের এবং স্বীকৃত চক্ষুবিশেষজ্ঞের নিকট হতে স্বাস্থ্যগত সার্টিফিকেট (Dope Test Report) দাখিল করতে হবে।

Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024 অত্র পবিসের এলাকা পরিচালক/মহিলা পরিচালক ও সমিতির কর্মকর্তা/কর্মচারীগণের রক্তের সম্পর্কীয় অথবা তাঁদের স্বামী/স্ত্রীদের রক্তের সম্পর্কীয় অথবা অত্র সমিতির ভৌগলিক এলাকার (কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলা) প্রার্থীগনের আবেদন করার প্রয়োজন নাই।

প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ও কোন তথ্য গোপন রাখলে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন/নিয়োগের পর যে কোন সময়ে তা প্রমাণিত হলে চাকুরীচ্যুত সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খামের উপর প্রার্থীত পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে।

ইতোপূর্বে বাপবিবো/যে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/বরখাস্ত/স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে এবং কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ যে কোন জোনাল অফিসে/সব-জোনাল অফিসে চাকুরী করতে সম্মত থাকতে হবে।

সরকারী/আধাসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে পবিস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে pbs.coxsbazar.gov.bd এবং www.reb.gov.bd লিংকের মাধ্যমে সরবরাহ করা হবে এবং প্রার্থীদের আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে sms এর মাধ্যমে জানানো হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf download

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf download. কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি pdf download pbs.coxsbazar.gov.bd এবংreb.gov.bd-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2024 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Cox's Bazar Palli Bidyut Samity Job Circular 2024
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Cox's Bazar Palli Bidyut Samity Job Circular 2024

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন পত্র

Cox's%20Bazar%20Palli%20Bidyut%20Samity%20Job%20Circular%202024 images 2
Cox's%20Bazar%20Palli%20Bidyut%20Samity%20Job%20Circular%202024 images 3

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশ পত্র

Cox's%20Bazar%20Palli%20Bidyut%20Samity%20Job%20Circular%202024 images 4
Cox's%20Bazar%20Palli%20Bidyut%20Samity%20Job%20Circular%202024 images 5

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here