ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024

শেয়ার করে রাখুন

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর-১ শাখা এর ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড-১৩ এর ০২ (দুই)টি, গ্রেড-১৪ এর ০২ টি পদে যথাক্রমে ০৩ (তিন) টি ও ০৫ (পাঁচ)টি, গ্রেড ১৬ এর ০৬ (ছয়) টি এবং গ্রেড-২০ এর ০৪ (চার) টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা/নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে http://tat.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল কর্তৃক প্রকাশিত হয়েছে। ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 -এর মাধ্যমে ২০ জন জনবল নিয়োগ করবে। TAT Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে। যারা ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – TAT Job Circular 2024-এ ১৩তম গ্রেড হতে ১৬তম গ্রেডের ০৫টি ক্যাটাগরির মোট ২০ টি পদে নিয়োগ দিচ্ছে। এর অনলাইনে আবেদন ২২ আগস্ট ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২৪। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল সংক্ষিপ্ত-পরিচিতি

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল আয়কর বিষয়ে ফ্যাটচুয়াল পয়েন্টে সর্বোচ্চ কোয়াসি জুডিশিয়াল কোর্ট। তবে ল’ পয়েন্টে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রেফারেন্স দায়ের করা যায়। আপীলাত যুগ্ম/অতিঃ কর কমিশনার এবং কর কমিশনার(আপীল) এর রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ করদাতা অথবা ডিসিটি ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালে আপীল মামলা দায়ের করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে প্রতিষ্ঠিত ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল আয়কর অধ্যাদেশের সংশ্লিষ্ট প্রভিশন ও নিজস্ব নিয়ম কানুন দ্বারা পরিচালিত একটি স্বাধীন সত্ত্বা। ট্রাইবুনালের ভাষা ইংলিশ।

তদাণীন্তর পাকিস্তানের করাচীতে প্রতিষ্ঠিত ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের একটি বেঞ্চ ১৯৫৫ সালে ঢাকায় প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর, ১৯৭২ সালে ৩টি বেঞ্চ নিয়ে ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালে ৭টি দ্বৈত বেঞ্চ রয়েছে যার মধ্যে ৫টি ঢাকায় এবং ১টি চট্টগ্রামে, ১টি খুলনায় ও ১টি রংপুরে অবস্থিত। প্রত্যেকটি দ্বৈত বেঞ্চ ২ জন সদস্য নিয়ে গঠিত যারা যৌথভাবে রায় প্রদান করেন। ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের প্রেসিডেন্ট হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যকে সরকার নিয়োগ প্রদান করেন। ট্রাইবুনালের সদস্য হিসাবে সাধারণতঃ কর কমিশনারগণকে নিয়োগ প্রদান করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান/অবসরপ্রাপ্ত সদস্য, অবসর প্রাপ্ত কর কমিশনার, অবসর প্রাপ্ত/বর্তমান জেলা জজ, চার্টার একাউনটেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্ট, এভভোকেট/ ইনকামট্যাক্স প্র্যাকটিশনারকেও সরকার ট্রাইবুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের দ্বৈত বেঞ্চসমূহ মামলার শুনানী গ্রহনান্তে রায় প্রদান করে থাকে। প্রত্যেকটি দ্বৈত বেঞ্চ ২ জন সদস্য নিয়ে গঠিত। কোন বিষয়ে মতদ্বৈততা ঘটলে প্রেসিডেন্ট অন্য এক বা একাধিক সদস্যকে উক্ত মামলার শুনানী গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দেশ দিতে পারেন। সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করা হয়। সূত্রঃ পরিচিতি

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৫।
মোট পদ সংখ্যাঃ ২০।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/- থেকে ৮,২৫০-২০,০১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৮ আগস্ট ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল।
পদের নামঃনিচে বিস্তারি দেখুন ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ২০
চাকরির আবেদনঅনলাইনে মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ১১,০০০-২৬,৫৯০/- থেকে ৮,২৫০-২০,০১০/- টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

০১ সেপ্টেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

২০ সেপ্টেম্বর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল
দেখুন ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ০২ টি
গ্রেডঃ -১৩
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে- ৮০, বাংলায়-৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ০৩টি
গ্রেডঃ -১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে- ৭০, বাংলায়-৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

পদের নামঃ উচ্চমান সহকারী।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ -১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যাঃ ০৬টি
গ্রেডঃ -১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন
ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

পদের নামঃ অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ০৪টি
গ্রেডঃ -২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

Click Here

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 is abalable in our website bdgovtjob.today

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024. ০১-০৭-২০২৪ খ্রি: তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বৎসর এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮- ৩২ বৎসর।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ যোগ্য হবে না।

প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে ছ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে:

প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।

প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ;

প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমানক;

জাতীয় পরিচয়পত্র : Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ও (Admit Card);

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নিদের্শনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ |

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.tat.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে sms এর মাধ্যমে জানানো হবে।

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ. প্রদান করা হবে না।

অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ১১/৭/২০২৪ তারিখে জারীকৃত ইস্যূ ১০০ নং বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

TAT Job Circular 2024

TAT Job Circular 2024 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক http://tat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন । আবেদনের সময়সীমা নিম্নরুপ:

TAT Job Circular 2024 পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://tat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:

  • (i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ : ০১-০৯-২০২৪, সকাল ১০:০০ ঘটিকা।
  • (ii) অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ২০-০৯-২০২৪, বিকাল ০৫:০০ ঘটিকা।

TAT Job Circular 2024 উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

online আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক সময়ে সংগৃহীত (৩ মাসের মধ্যে) রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষর সাইজ, সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি পিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 SMS প্রেরণের নিয়ামাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy –তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নং হতে ৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩.০০ (দুইশত তেইশ)টাকা এবং ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২.০০ (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: TAT<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAT ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK-223/112 will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type TAT<space>Yes<space>PIN and Send to 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: TAT<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAT Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name. Payment Completed Successfully for TAT Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).67555555555555555 

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://tat.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ User ID এবং Password পুনরুদ্ধার:

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: TAT<space>Help<space>User<space>User ID & send to 16222 Example: TAT Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে: TAT<space>Help<space>PIN<space> PIN No & send to 16222 Example: TAT Help PIN 12345678 & send to 16222

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল  www.tat.gov.bd ওয়েবসাইটে এবং http://tat.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল  https://bdgovtjob.today/  তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tat.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 pdf download

Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 pdf download. ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। Taxes Appellate Tribunal TAT Job Circular 2024 pdf download. http://www.tat.gov.bd এবং http://tat.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024, TAT Job Circular 2024
ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024, TAT Job Circular 2024
ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024, TAT Job Circular 2024
tat%20job%20circular%202024 images 3

Click Here

শেয়ার করে রাখুন

Leave a Comment

সরকারি চাকরি - সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৪, bd govt job circular 2024. BD Govt Job Circular 2024. BD Govt Jobs provides new Governments / Govt Job Circular 2024, BD Job Circular 2024, All Government Jobs circular in Bangladesh.

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BARC Job Circular 2024

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Agricultural Research Council Job Circular, BARC Job Circular
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা ...
Read more

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Meherpur Palli Bidyut Samity Job Circular 2024

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - Palli Bidyut Samity Job Circular পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Meherpur Palli Bidyut Samity Job Circular 2024। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে “মালী” ...
Read more

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chandpur Palli Bidyut Samity 2 Job Circular 2024

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - Palli Bidyut Samity Job Circular পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chandpur Palli Bidyut Samity 2 Job Circular 2024। চাঁদপুর পল্লী বিদ্যুৎ ...
Read more

টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Tangail Judiciary Job Circular 2024

জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Judiciary Job Circular
টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Tangail Judiciary Job Circular 2024। বিজ্ঞ ...
Read more

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Satakshira Palli Bidyut Samity Job Circular 2024

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - Palli Bidyut Samity Job Circular পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূণ্য পদে লোকবল নিয়োগের নিমিত্ত সাতক্ষীরা জেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার ...
Read more

ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Dhaka BRT Job Circular 2024

ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি , Dhaka Bus Rapid Transit Company Limited DBRT Job Circular, DBRT Job Circular, ঢাকা বিআরটি নিয়োগ বিজ্ঞপ্তি , Dhaka BRT Job Circular, ঢাকা বিআরটি জব সার্কুলার
ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Dhaka Bus Rapid Transit Company Limited DBRT Job Circular 2024। ...
Read more

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Navy Job Circular 2024

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি -Bangladesh Navy Job Circular
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Navy Job Circular 2024. বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫এ ডিইও ব্যাচে ...
Read more

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Diesel Plant Limited BDP Job Circular 2024

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Diesel Plant Limited Job Circular
বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে জনবল নেয়া হবেঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ...
Read more

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - Palli Bidyut Samity Job Circular পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিম্নোক্ত পদে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন ...
Read more

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - Palli Bidyut Samity Job Circular পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Cox’s Bazar Palli Bidyut Samity Job Circular 2024. কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ...
Read more

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – EMRD Job Circular 2024

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি – Energy and Mineral Resources Division EMRD Job Circular, EMRD Job Circular
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – EMRD Job Circular 2024। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ (সর্বশেষ ...
Read more

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BGB Job Circular 2024

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি – BGB Job Circular
বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকুরীর জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতঃ অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন ...
Read more

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DMTCL Job Circular 2024

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DMTCL Job Circular 2024. শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mass Transit ...
Read more

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Taxes Appellate Tribunal TAT Job Circular 2024

ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি – Taxes Appellate Tribunal TAT Job Circular, TAT Job Circular
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর-১ শাখা এর ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড-১৩ এর ০২ (দুই)টি, গ্রেড-১৪ এর ...
Read more

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – nwpgcl job circular 2024

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি - nwpgcl job circular, North-West Power Generation Company Limited NWPGCL job circular
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান)-এ কোম্পানির ...
Read more
1238 Next