- Advertisement -spot_img
HomeAll jobsসুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job...

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2025

- Advertisement -

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2025। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময় ও নিম্নলিখিত শর্তে Online-এ (http://dcsunamganj.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হলো। Online ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2025 সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। Sunamganj DC Office Job Circular 2025 এর মাধ্যমে ৮৪ জন জনবল নিয়োগ করবে। Sunamganj DC Office Job Circular 2025 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে। যারা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর অনলাইনে আবেদন ০৮ এপ্রিল ২০২৫ এ শুরু হবে এবং শেষ তারিখ ২৭ এপ্রিল ২০২৫। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2024-এ ০৬টি বিভাগে মোট ৮৪ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আপনি কি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন:  bdgovtjob.today

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সর্ম্পকে সংক্ষেপঃ

এক নজরে সুনামগঞ্জ জেলা

বিষয়বৈশিষ্ট্য
আয়তন৩৭৪৭.১৮ বর্গ কি.মি.
জনসংখ্যা২৬৯৫৪৯৫ জন। (আদমশুমারী ২০২২)
পুরুষ ১৩,২২,৫৯০ জন।
মহিলা১৩৭১৫১৭ জন।
জন সংখ্যার ঘনত্ব৭১৯ জন (প্রতি বর্গ কি:মি:)
পুরুষ-মহিলা অনুপাত১০১:১০০
নির্বাচনী এলাকা০৫ টি
মোট ভোটার সংখ্যা১৯,৩৯,৫৬৯ জন।
পুরুষ ভোটার৯,৮৬,০৮৯ জন
মহিলা ভোটার৯,৫২,৫৭৭ জন।
উপজেলা১২টি
থানা১২টি
পৌরসভা৪টি
ইউনিয়ন৮৮ টি
মৌজা   ১৪৪৯ টি
গ্রাম২,৮৮৭টি
নগরায়ন১০.৩৮%
বার্ষিক বৃষ্টিপাত৩৩৩৪ মি.মি.
বার্ষিক গড় তাপমাত্রাসর্বোচ্চ ৩৩.২ সেলসিয়াস, সর্বনিম্ন ১৩.৬ সেলসিয়াস
আর্দ্রতা৭৮%-৯০%
সরকারি হাসপাতাল১০ টি
 স্বাস্থ্য কেন্দ্র২২টি, কমিউনিটি ক্লিনিক ২০ টি
জনসংখ্যা বৃদ্ধির হার২.০২
শিশু মৃত্যুর হার৬২ ( প্রতি হাজারে)
গড় আয়ূ৬২ বছর
মহাবিদ্যালয়/কলেজ৩২ টি, সরকারি-১১টি, বেসরকারি-২১টি।
মাধ্যমিক বিদ্যালয়২৩৪ টি, সরকারি-১৪টি, বেসরকারি-২২০ টি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়১৪৭৫ টি।
মাদ্রাসা (সকল)৯০টি।
স্বাক্ষরতার হার ৬৪.৭৭%, পুরুষ-৬৬%, মহিলা-৬৩.৬১ %
সুনামগঞ্জ জেলার প্রথম মহকুমা প্রশাসকমি. ব্ল্যাক
বর্তমান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া
ডাকঘর১১১টি
বিদ্যুতায়িত গ্রাম৩৪%
টেলিফোন গ্রাহক৩,৫১০ জন
টিউব ওয়েলসরকারি-২০,৫১৭টি, বেসরকারি-২১,৯৯২টি।
নদী২৬টি
বদ্ধ জলমহাল (২০ একরের ঊর্ধ্বে)৪০৫টি
বদ্ধ জলমহাল (২০ একরের নিচে)৬২৫টি
উন্মুক্ত জলমহাল৭৩টি
হাট-বাজার১৯১টি (১৫৬ টি পেরিফেরিভূক্ত)
মোট জমি৩,৭৪,৭১৮ হেক্টর
মোট আবাদী জমি২,৮২,১৪৫ হেক্টর
কৃষি পরিবার২,৯৪,১০৯টি
পেশা (কৃষিকাজের উপর নির্ভরশীল )৪৩.৮৬%
সুনামগঞ্জ-সিলেট সড়ক দূরত্ব      ৬৮ কি:মি:
সুনামগঞ্জ- ছাতক সড়ক দূরত্ব ৫৭ কি.মি.
সুনামগঞ্জ-জগন্নাথপুর  সড়ক দূরত্ব       ৪৪ কি.মি.
সুনামগঞ্জ-দিরাই সড়ক দূরত্ব  ৩৭ কি.মি.
এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথ সেন্টার৪৪টি
বিভিন্ন ব্যাংকের শাখা২৬ টি (সরকারি ৭ টি ও বেসরকারি ১৯ টি)
নিবন্ধিত সমবায় সমিতিপ্রাথমিক-১,৫৫২টি, কেন্দ্রীয়-০৮টি।
বিসিক শিল্প নগরীজমির পরিমাণ-১৬.১৫ একর, মোট প্লট – ১১৬টি।
নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন৮৭৯ টি
এতিমখানাসরকারি-১টি, বেসরকারি-১৮টি।
ঘূর্ণায়মান তহবিল৭১,০৮,৯৪৩/-
শিল্প কারখানা০৫টি। (১) ছাতক সিমেন্ট ফ্যাক্টরি (২) টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (৩) লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি (৪) ছাতক পাল্প এন্ড পেপার মিলস (৫) আকিজ ফুড এন্ড বেভারেজ লি:।
মসজিদ৪৫৮৩টি
মন্দির৫১২ টি
গীর্জা০৯টি
ইউনিয়ন ভূমি অফিস২৯ টি এবং ক্যাম্প অফিস-০৫টি।
পাকা রাস্তা৮,৮৮৫ কি.মি.
কাঁচা রাস্তা২,৮১৩ কি.মি.
প্রাণীসম্পদ হাসপাতাল১১টি
আবাসন/আশ্রয়ণ প্রকল্িপ০২টি
আদর্শ গ্রাম০৯টি
খেয়াঘাট/নৌকাঘাট১২৪টি
দর্শনীয় স্থান(১) টাঙ্গুয়ার হাওর  (২) হাছন রাজার বাড়ি (৩) লাউড়ের গড় (৪) ডলুরা স্মৃতি সৌধ (৫) পাগলা মসজিদ (৬) দোহালিয়া জমিদার বাড়ি (৭) ধলমেলা অনুষ্ঠান স্থল (৮) টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (৯) পনাতীর্থ ধাম (১০) গৌরারং জমিদারবাড়ি (১১) নারায়ণতলা মিশন (১২) টেংরাটিলা গ্যাস ফিল্ড ( ১৩) টাউনহল জামে মসজিদ (১৪) সৈয়দ উমেদ হারুন বোগদাদী (রহ:) মাজার।
সূত্রঃ এক নজরে সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ সুনামগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৬
মোট পদ সংখ্যাঃ ৮৪।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ০৯,৩০০-২২,৪৯০/- থেকে ০৮,২৫০-২০,০১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৭ এপ্রিল ২০২৫।
আবেদন শুরু তারিখঃ ২৩ এপ্রিল ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৩ মে ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সংস্থার নামঃ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ।
পদের নামঃবিস্তারিত নিচে দেখুন।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ৮৪
চাকরির আবেদনঅনলাইনে মাধ্যেম।
চাকরির ধরনঃBD Govt Job Circular।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ০৯,৩০০-২২,৪৯০/- থেকে ০৮,২৫০-২০,০১০/- টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

২৩ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখঃ

১৩ মে ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইটdcsunamganj.teletalk.com.bd/
দেখুন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ হিসাব সহকারী।
পদের সংখ্যাঃ ০৯টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
গ) তপশিল-২, ৩ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ৩৩টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ বেয়ারার।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যাঃ ২২টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে; এবং
গ) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী।
পদের সংখ্যাঃ ১৮টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ মালি।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

Apply

Sunamganj DC Office Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

Sunamganj DC Office Job Circular 2025 আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে :

আবেদনকারীর বয়সসীমা ২২ এপ্রিল 2025 তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ অধিশাখার সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপনমূলে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত 2024) অনুসরণ করা হবে।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

আগামী ২৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৯:০০টা হতে ১৩ মে 2025 তারিখ বিকাল ০৫:০০টা পর্যন্ত অনুচ্ছেদ-১০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করা যাবে।

লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা :

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার প্রশাসক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

(গ) জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্মনিবন্ধন সনদ;

(ঘ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;

(ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;

(চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

(ছ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।

নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তথ্য গোপনকারীর আবেদন/নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি :

আবেদনে ইচ্ছুক প্রার্থী http://dcsunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৩ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০০ টা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৩ মে ২০২৫ বিকাল ০৫:০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Prepaid মোবাইল নম্বর-এ এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে-কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

Sunamganj DC Office Job Circular 2025 SMS প্রেরণের নিয়মাবলী

 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

Applicant’s copy-তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk Prepaid মোবাইল নম্বর হতে ০২ (দুই)টি SMS করে ০১নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২.০০ (বারো) টাকাসহ মোট ১১২.০০ (একশত বারো) টাকা এবং ০২-০৬নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬.০০ (ছয়) টাকাসহ মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬.০০ (ছয়) টাকাসহ মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS : DCSUNAMGANJ<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DCSUNAMGANJ ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 112/56 Will be Charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCSUNAMGANJ<space>YES<space>PIN and send to 16222. দ্বিতীয় SMS : DCSUNAMGANJ<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: DCSUNAMGANJ YES 12345678 (Your Pin)

Reply Congratulation Applicant’s Name, payment completed successfully for : DCSUNAMGANJ application for ……………….. (Name of the Post) User ID is (ABCDEF) and Password (…………………….).

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcsunamganj.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পদ্ধতি অনুসরণ করা বাঞ্ছনীয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।

Panchagarh DC Office Job Circular 2025 User ID এবং Password পুনরুদ্ধার।

Panchagarh DC Office Job Circular  শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

*User ID জানা থাকলে DCSUNAMGANJ<space>Help<space>User ID লিখে send করতে হবে 1622

Example: DCSUNAMGANJ Help User ABCDEF & send to 16222

*PIN Number জানা থাকলে DCSUNAMGANJ<space> Help <space> PIN No লিখে send করতে হবে 16222

Example: DCSUNAMGANJ Help PIN1234567 & send to 16222

(ঝ) Online এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।

 Online এ আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নাম্বার থেকে কল করুন ১২১-এ অথবা ই-মেইল করুন [email protected] অথবা [email protected] [Mail এর Subject – এ Organization Name: DCPGR, Post Name**********, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে]

প্রার্থীর বয়সসীমা ২২/০৪/২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসক সুনামগঞ্জ এর www.sunamganj.gov.bd এবং http://dcsunamganj.teletalk.com.bd অথবা আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.sunamganj.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে।

কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলির যে কোন শর্ত পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এজন্য

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে ।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2025 pdf download

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sunamganj DC Office Job Circular 2025 pdf download. জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – DC Office Sunamganj Job Circular 2025 PDF ডাউনলোড। Sunamganj Job Circular 2025/ dcSunamganj.teletalk.com.bd Job Circular 2025 pdf download. http://www.Sunamganj.gov.bd এবং http://dcSunamganj.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং পঞ্চগড় জেলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

Sunamganj%20DC%20Office%20Job%20Circular%202025 images 0
Sunamganj%20DC%20Office%20Job%20Circular%202025 images 1
Sunamganj%20DC%20Office%20Job%20Circular%202025 images 2
Sunamganj%20DC%20Office%20Job%20Circular%202025 images 3

Apply

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -