- Advertisement -spot_img
HomeAll jobsপিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Pirojpur Civil Surgeon Office...

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Pirojpur Civil Surgeon Office Job Circular

- Advertisement -

সিভিল সার্জন এর কার্যালয়, পিরোজপুর ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের ১১ থেকে ২০ গ্রেড (পূর্বতন ৩য় শ্রেণী) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত স্বাপেক্ষে http://cspirojpur.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Pirojpur Civil Surgeon Office job circular 2025 পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। Pirojpur Civil Surgeon Office Job Circular 2025cspirojpur.teletalk.com.bd Job Circular 2025 -এর মাধ্যমে ৯০ জন জনবল নিয়োগ করবে। Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ -এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 -এ ১৪-১৬তম গ্রেডের ০৫টি ক্যাটাগরির মোট ৯০ টি পদে নিয়োগ দিচ্ছে। এর  অনলাইনে আবেদন ০৩ অক্টোবর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৪। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আপনি কি পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today.

এক নজরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় ভিশন ও মিশন

জেলার স্বাস্থ্য বিভাগীয় প্রধান কার্যালয় । সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় এবং বিভাগীয় পর্যায় হইতে প্রাপ্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা এবং অধস্তন পর্যায়ে অবহিত করা ও বাস্তবায়নে সহযোগীতা করা । জেলা রিজার্ভ ষ্টোর এবং ইপিআই ষ্টোর পরিচালনা । জেলার সকল সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তদারকি ও নিয়ন্ত্রন করা। জেলার অন্যান্য প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ রক্ষা ও কাজের সমন্বয় সাধন করা ।

      স্বাস্থ্য শিক্ষা শাখাঃ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নামঃ-  ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, জেলা হাসপাতাল, পিরোজপুর, ( ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ) ,সিভিল সার্জন অফিস ,পিরোজপুর  স্বাস্থ্য প্রতিষ্ঠান সমুহে ও মাঠ পর্যায়ে নিয়মিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ও নাজিরপুর উপজেলার জয়পুর গ্রাম দুটিকে স্বাস্থ্য শিক্ষা ও উ্ন্নয়ন আদর্শ গ্রাম হিসাবে পরিনত করার কার্যক্রম চলছে এবং  নিয়মিত মাসিক প্রতিবেদন তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের  নিকট প্রেরন করা হয়।

  •         স্যানীটারী শাখাঃ ভেজাল খাদ্য সনাক্তকরন  ও পরীক্ষার জন্য  জনস্বাস্থ্য গবেষনাগার ,মহাখালী ঢাকায় প্রেরন অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা ।
  • প্রিমিসেস লাইসেন্স  ইস্যু করা ।
  • মাঠ কর্মচারীদের কাজ পরিদর্শন করা
  •  ম্যাজিষ্ট্রেট এর সহায়তায়  মোবাইল কোর্ট পরিচালনা করা
  • পরিবেশ দুষন রোধে কাজ করা
  • ১। স্বাস্থ্য শিক্ষা
  • ২। প্রয়োজনীয় পুষ্টি সহ পর্যাপ্ত  খাদ্য সরবরাহের উন্নয়ন।
  • ৩। পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামশ দান।
  • ৪। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা।
  • ৫। প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহণ।
  • ৬। আঞ্চলিক এনডেমিক রোগ সমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ ।
  • ৭। সাধারণ রোগ ও যখমের চিকিৎসা ।
  • ৮। অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবস্থা গ্রহণ। সূত্র ও বিস্তারিতঃ সিটিজেন চার্টার

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংস্থার নামঃ পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৬
মোট পদ সংখ্যাঃ ৯০
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- থেকে ০৯,৩০০-২২,৪৯০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৮ মে ২০২৫।
আবেদন শুরু তারিখঃ ১৪ মে ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৬ জুন ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

এক নজরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সংস্থার নামঃপিরোজপুর সিভিল সার্জন কার্যালয় ।
পদের নামঃ সার্কুলারে দেখুন
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ৯০
চাকরির আবেদনঅনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ১০,২০০-২৪,৬৮০/- থেকে ০৯,৩০০-২২,৪৯০/- টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

১৪ মে ২০২৫

আবেদনের শেষ তারিখঃ

০৬ জুন ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইটcspirojpur.teletalk.com.bd/
দেখুন পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image

পিরোজপুর  সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং

পদের নামঃ পরিসংখ্যানবিদ।
পদের সংখ্যাঃ ০৫ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে ।
খ) কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা।

পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী ।
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ।
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

পদের নামঃ স্টোর কিপার।
পদের সংখ্যাঃ ০৫ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পিউটার ব্যবহরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
গ) ষ্টোর কিপার পদধারীগণকে সরকারী বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে।

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যাঃ ০৩ টি
গ্রেডঃ১৬
বেতন স্কেলঃ ০৯,৩০০-২২,৪৯০
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম.এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
গ) টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নামঃ স্বাস্থ্য সহকারী।
পদের সংখ্যাঃ ৭৪ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নামঃ ড্রাইভার।
পদের সংখ্যাঃ ০২ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) বাংলদেশ সড়ক পরবিহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা / ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে।
গ) অভিজ্ঞতা সম্পন্ন এবং এস.এস.সি পাশ প্রার্থীকে অগ্রাধীকার দেয়া হবে।

Apply to Click Here

Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 আবেদনের বিশেষ নির্দেশনাঃ

Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। আপনারা Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 এর বিস্তারি দেখে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করুন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

১. প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

৩. আবেদনকারীর বয়স ৩০/০৪/২০২৫ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর (জনপ্রশাসন মন্ত্রনালয় বিধি-১ শাখা এর ২৩ জুলাই ২০২৪ মোতাবেক সকল গ্রেডে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরন করা হবে)। উল্লেখ্য যে, বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণক হিসেবে এসএসসি সনদ (আবশ্যিক) এবং জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখ বিবেচনা করা হবে।

৪. সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহন করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে। আবেদনপত্রে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

৫. স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং- স্বাঃঅধিঃপ্রশা-২/৩য় শ্রেনী নিয়োগ-4/2018/6354 তারিখ 11/12/2018ইং এবং স্মারক নং-সিএস/পিরোজপুর/প্রশাসন/৩য় শ্রেণীর জনবল নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪/৫৫৬ তারিখ ২৪/৪/২০২৪ খ্রিঃ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহন যোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র ইস্যু করা হবে।

যারা স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং- স্বাঃঅধিঃপ্রশা-২/৩য় শ্রেনী নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪ তারিখ ১১/১২/২০১৮ইং তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ০৩(তিন) দিন পূর্বে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার ক্ষেত্রে আর কোন অপশন থাকবে না। উল্লেখ্য যে, প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে যদি বিজ্ঞপ্তির চাহিত ছবি এবং স্বাক্ষর যথাযথ এবং স্পষ্ট না হয় তবে প্রযোজ্য ক্ষেত্রে পুনরায় ছবি এবং স্বাক্ষর আপলোড করতঃ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উক্ত নির্দেশনার ব্যত্যয় ঘটলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৭. পরিসংখ্যানবিদ, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষ্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহনে যোগ্য হবেন। চুড়ান্ত নির্বাচিত স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

৮. আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি তার আবেদনে উল্লেখ করতে হবে।

৯. সরকারী/আধা- সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধিবিধান অনুসরন পূর্বক নির্ধারিত বয়সসীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (এনওসি) এর মুল কপি বাধ্যতামুলক জমা দিতে হবে ।

১০. নিয়োগ ও কোটা নির্ধারনীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।

১১. স্বাস্থ্য সহকারী পদের (ক্রমিক নং- ৫) ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী (পুরাতন) বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ ও আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদন পত্রে উল্লেখ করতে হবে) তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে।

১২. প্রার্থী কর্তৃক আবেদন পত্রে বর্নিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্নিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তীত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয় পত্ৰ (NID) ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

১৩. স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস, পিরোজপুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে পাওয়া যাবে।

১৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহন করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভূল তথ্য দিয়ে একাধিক বার ফরম পূরন করে একাধিক প্রবেশপত্র গ্রহন করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

১৫. কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

Pirojpur Civil Surgeon Office Job Circular 2025 আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/শর্তাবলী নিম্নরুপ :-

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://cspirojpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

অনলাইনে আবেদন পত্র পূরন সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরুপ :

ক) পরীক্ষায় অংশগ্রহন ইচ্ছুক ব্যক্তিগত (http://cspirojpur.teletalk.com.bd) ওয়েব সাইডে আবেদন পত্র পূরন করতে পারবেন। ওয়েব সাইডে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরন করতে হবে।

খ) অনলাইন (Online)-এ আবেদনপত্র পূরন ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১৪ মে, ২০২৫ইং সকাল ১০.০০ ঘটিকা।

গ) অনলাইন (Online)-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৬ জুন, ২০২৫ইং বিকাল ৫.০০ ঘটিকা।

ঘ) উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি (User ID) প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে (Online) আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তুর) ঘন্টার মধ্যে এস.এমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

১৭. অনলাইনে (Online) আবেদন পত্রে প্রার্থীতার রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ Pixel প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈঘ্য ৩00 Pixel প্রস্থ 80 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড (Upload) করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

১৮. অনলাইন (Online) আবেদন পত্রে পূরনকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট (Submit) করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

১৯. প্রার্থী অনলাইনে (Online) পূরনকৃত আবেদনপত্রের ০১টি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ-

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এস.এম.এস (SMS) প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ;

অনলাইন (Online) আবেদন পত্র (Application From) যথাযথভাবে পূরন করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড (Upload) করে আবেদন পত্র সাবমিট (Submit) করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ এ্যাপলিকেশন প্রিভিউ (Application Preview) দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র সাবমিট (Submit) করা প্রার্থী একটি ইউজার আউডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি এ্যাপ্লিক্যান্টস কপি (Applicant’s Copy) প্রার্থী ডাউনলোড (Download) পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষন করবেন।

এ্যাপ্লিক্যান্টস কপিতে (Applicant’s Copy) একটি ইউজার আইডি (User ID) নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি (User ID) ব্যবহার প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ০২(দুই)টি এসএমএস (SMS) করে পরীক্ষার ফি বাবদ ১নং থেকে ৬নং ক্রমিকে বর্নিত পদের জন্য ১০০/-(একশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/-(বারো) টাকা সর্বমোট (অফেরৎযোগ্য) ১১২/-(একশত বারো) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে (Online) আবেদন পত্রের সকল অংশ পূরন করে সাবমিট (Submit) করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের (Online) আবেদপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম (SMS) :

CSPIROJPUR<SPACE>USER ID

Example : CSPIROJPUR ABCDEF লিখে SEND করতে হবে 16222 নম্বরে

Reply : Appliant’s Name, TK. 112 / – will be charged as application fee, Your PIN is XXXXXX দ্বিতীয় (SMS) :

CSPIROJPUR<SPACE> YES <SPACE> PIN লিখে SEND করতে হবে 16222 নম্বরে

Example : CSPIROJPUR YES 12345678 লিখে SEND করতে হবে 16222 নম্বরে

Reply SMS: Congratulation! Applicant’s Name, Payment Completed Successfully for CSPIROJPUR Application for (post name) User ID is (ABCDEF) and Password XXXXXX

পিরোজপুর সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রবেশপত্র

পিরোজপুর সার্জন কার্যালয় জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র  প্রার্থীর প্রবেশ পত্র প্রাপ্তির বিষয় ও মৌখিক পরীক্ষার নোটিশ http://cspirojpur.teletalk.com.bd অথবা www.cs.pirojpur.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরীত User Id এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

পিরোজপুরসিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ User ID এবং Password পুনরুদ্ধার:

 শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে CSPIROJPUR <space>Help<space>User<space>User Id & Send to 16222. Example: CSPIROJPUR HELP USER ABCDEF

ii) PIN Number জানা থাকলে: CSPIROJPUR <space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: CSPIROJPUR HELP PIN 12345678.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় ওয়েবসাইট www.cs.pirojpur.gov.bd বিজ্ঞপ্তিসহ এদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য cspirojpur.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা যাবে।

২৭. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্নিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে ;

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ন হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামুলকভাবে প্রদর্শন করতে হবে এবং ০১(এক)সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী প্রথম শ্রেনীর (নাম ও পদবী উল্লেখসহ সীল মোহর) কর্মকর্তা কর্তৃক সম্পাদিত

হতে হবে।

সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/সাময়িক সনদ/প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।

প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।

চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচায়পত্র/জন্মনিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র।

প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/ প্রমানক। বীরমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনা কোটার আবেদনকারী-কে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যানের সনদ থাকতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ৩১/০৮/২০২৩খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০২.৯৯.০০৪.১৮.১৯ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী বীরমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তীর আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েব সাইডে (www.molwa.gov.bd ) প্রকাশিত সমন্বিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট এর ওয়েব সাইডে (http://bffwt.gov.bd) বিদ্যমান টি.এম.আই.এস – এ প্রকাশিত নামই বৈধ/স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে বীরমুক্তিযোদ্ধার জন্মতারিখ ৩০ মে, ১৯৫৯ অর্থাৎ ১৯৭১ সালে ৩০ নভেম্বর তারিখে ১২ বছর ০৬মাস কিংবা তার পূর্বে হতে হবে।

ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী (উপজাতী) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিস্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিস্ট কর্তৃপক্ষ কর্তৃক (জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্ৰ ৷ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমানক।

ডাউনলোডকৃত (Download) Applicant’s Copy & Admit Card এর সত্যায়িত কপি।

প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রয়োজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।

সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেষ্ট (Dope Test) করা হবে। ডোপ টেষ্ট (Dope test) এ কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। ৩০. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্নিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

যে কোন তদবীর বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেয়া যাচ্ছে।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf download

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ pdf download. পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ pdf download cs.pirojpur.gov.bd এবং http://cspirojpur.teletalk.com.bd/-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি ২০২৫ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Pirojpur Civil Surgeon Office Job Circular
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Pirojpur Civil Surgeon Office Job Circular
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Pirojpur Civil Surgeon Office Job Circular
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Pirojpur Civil Surgeon Office Job Circular

Apply to Click Here

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -