পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – PGCB Job Circular 2024

শেয়ার করে রাখুন

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (PGCB), জাতীয় গ্রিডের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব অর্পিত, নিম্নলিখিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানিয়েছে। প্রাথমিকভাবে ০৫ (পাঁচ) বছরের (এক বছরের প্রবেশন মেয়াদ সহ) চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনকভাবে প্রবেশন মেয়াদ শেষ হওয়ার পরে, পরিষেবা নিশ্চিত করা হবে। পরিষেবার নিয়ম এবং PGCB-এর অন্যান্য নীতি অনুসারে সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত পরিষেবা চুক্তি পুনর্নবীকরণ করা যেতে পারে।

কর অঞ্চল-১৩ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Contents hide

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – PGCB Job Circular 2024। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়েছে। pgcb.teletalk.com.bd Job Circular 2024 -এর মাধ্যমে ৪১৬ জন জনবল নিয়োগ করবে।  PGCB Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইন আবেদন ১৪ ডিসেম্বর ২০২৩ এ শুরু হবে এবং শেষ তারিখ ০৪ জানুয়ারী ২০২৪। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – PGCB Job Circular 2024-এ ০৬টি বিভাগে মোট ৪১৬ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি

করপোরেট অফিসপিজিসিবি ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২
সংস্থাপনের সাল ও রেজিস্ট্রেশন নম্বর১৯৯৬ [সি-৩১৮২০(৯৪১)/৯৬]
স্ট্যাটাসপাবলিক লিমিটেড কোম্পানি (লিস্টেড)
ব্যবসাবিদ্যুৎ সঞ্চালন
অনুমোদিত মুলধনটাকা ১৫,০০০ কোটি
পরিশোধিত মুলধনটাকা ৭১২.৭৩ কোটি
টার্নওভার (২০২২-২০২৩)টাকা ২,৪৪০.১৫ কোটি
কর পূর্ব নিট ক্ষতি (২০২২-২০২৩)টাকা ৬৮১.৭৬ কোটি
মোট জনবল (৩০ জুন ২০২৩ পর্যন্ত)৩,২৯৩ জন
সূত্রঃ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি ওযেবসাইট

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৬।
মোট পদ সংখ্যাঃ ৪১৬।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ৫০,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৩।
আবেদন শুরু তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৪ জানুয়ারী ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি ।
পদের নামঃবিস্তারি সার্কুলারে দেখুন।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ৪১৬
চাকরির আবেদনঅনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ৫০,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

১৪ ডিসেম্বর ২০২৩

আবেদনের শেষ তারিখঃ

০৪ জানুয়ারী ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটpgcb.teletalk.com.bd/
দেখুন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image


শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা এবং পদের বেতন প্যাকেজ নিচে বর্ণনা করা হলো:

পদের নামঃ সহকারী প্রকৌশলী
পদের সংখ্যাঃ ৭৭টি
গ্রেডঃ ৭
বেতন স্কেলঃ ৫০,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • কমপক্ষে B.Sc. বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে EEE/CSE/সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। ও ইউজিসি।
  • বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/এইচআরএম/ম্যানেজমেন্ট/এমবিএ (এইচআরএম)/আইনে স্নাতকোত্তর ডিগ্রি। ও ইউজিসি।
    (প্রার্থীরা শুধুমাত্র প্রাসঙ্গিক পদের জন্য আবেদন করতে পারবেন)

পদের নামঃ সহকারী/কর্মক্ষমতা এস্টেট/COBM)
পদের সংখ্যাঃ ০৯টি
গ্রেডঃ ৭
বেতন স্কেলঃ ৫০,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট/এ স্নাতকোত্তর ডিগ্রি
  • আইন/ (ফাইনান্স/অ্যাকাউন্টিং/এইচআরএম) যে কোনো এমবিএ থেকে
  • বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও ইউজিসি।

পদের নামঃ সহকারী সচিব কোম্পানি
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ৭
বেতন স্কেলঃ ৫০,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট/এ স্নাতকোত্তর ডিগ্রি
  • আইন/ (ফাইনান্স/অ্যাকাউন্টিং/এইচআরএম) যে কোনো এমবিএ থেকে
  • বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও ইউজিসি।

পদের নামঃ জনসংযোগ কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ৭
বেতন স্কেলঃ ৫০,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা

  • বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি। ও ইউজিসি।
  • প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে 04 বছরের অভিজ্ঞতা।
  • কমপক্ষে B.Sc. বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে (সম্মান)। ও ইউজিসি।

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (পরিবেশ)
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ৭
বেতন স্কেলঃ ৫০,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • কমপক্ষে B.Sc. বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে (সম্মান)। ও ইউজিসি

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী
পদের সংখ্যাঃ ৩২৫টি
গ্রেডঃ ৮
বেতন স্কেলঃ ৩৫,০০০/- এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) কর্তৃক স্বীকৃত যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/সিভিল/মেকানিক্যাল/পাওয়ার/কম্পিউটার ইঞ্জিনিয়ার (4 বছর) বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা।
    (প্রার্থীরা শুধুমাত্র প্রাসঙ্গিক পদের জন্য আবেদন করতে পারবেন)

bgb.gov.bd

Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024

Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

সকল শ্রেণীর জন্য শিক্ষাগত যোগ্যতা:
শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই 5.0 স্কেলে কমপক্ষে CGPA/GPA 3.5 বা 4.0 স্কেলে CGPA/GPA 2.5 থাকতে হবে এবং প্রচলিত পদ্ধতিতে (শ্রেণী/বিভাগ) পাশ করতে হবে কমপক্ষে 2য় শ্রেণী/বিভাগ থাকতে হবে। বাংলাদেশের বাইরে থেকে প্রাপ্ত যেকোনো ডিগ্রি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যোগ্য হবে।

অন্য যোগ্যতাসমুহ:
প্রার্থীদের কম্পিউটার ব্যবহার করে কাজের অভিজ্ঞতা সহ বাংলা ও ইংরেজিতে (লিখিত ও মৌখিক) শক্তিশালী অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং শক্তিশালী যোগাযোগ দক্ষতা প্রদর্শনের ক্ষমতা থাকতে হবে।

• বয়স সীমা: ০৪/০১/২০২৪ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হবে (শারীরিকভাবে প্রতিবন্ধী/মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার ছেলে/মেয়ের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর হবে) এবং বয়সসীমা পিজিসিবি-এর জন্য ৪০ বছর পর্যন্ত শিথিল করা হবে। বিভাগীয় প্রার্থীরা।


বেতন এবং অন্যান্য ভাতা: সকল পদের জন্য প্রাথমিক বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, পরিবহন এবং অন্যান্য ভাতা PGCB বেতন স্কেল -2016 অনুযায়ী প্রদান করা হবে। উপরোক্ত ছাড়াও, কোম্পানি বছরে দুটি উৎসব বোনাস এবং বাংলা নববর্ষ ভাতা (মূলের 20%) প্রদান করে এবং PGCB-এর পরিষেবা নিয়ম অনুযায়ী অবদানকারী ভবিষ্য তহবিল, গ্রুপ বীমা, ছুটি নগদকরণ, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি সুবিধা প্রদান করে। আয়কর কর্মচারী দ্বারা প্রদেয়।

PGCB Job Circular 2024 Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

আগ্রহী প্রার্থীদের ‘অনলাইন আবেদনপত্র’-এর মাধ্যমে আবেদন করতে হবে যেখানে প্রার্থীর একটি স্ক্যান করা রঙিন ছবি এবং স্বাক্ষর যথাস্থানে ঢোকাতে হবে। অনলাইন আবেদন http://pgcb.teletalk.com.bd বা www.pgcb.gov.bd-এ ১৪/১২/২০২৩ থেকে ০৪/০১/২০২৪ (রাত 11.59 PM পর্যন্ত) আবেদনের সময় পাওয়া যাবে।

*অনলাইনে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন এবং আমাদের অনুরোধ অনুযায়ী ঠিক আছে বলে মতামত দিন।

  • যারা সম্প্রতি উল্লিখিত যোগ্যতার শিক্ষাগত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাদের সার্টিফিকেট পাননি তাদের উপরোক্ত পদের জন্য আবেদন করার প্রয়োজন নেই।
  • আবেদনকারীকে টাকা দিতে হবে। www.pgcb.gov.bd http://pgcb.teletalk.com.bd-এ উল্লিখিত প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ করে যেকোনো টেলিটক মোবাইল সংযোগ থেকে SMS এর মাধ্যমে 1200/- (এক হাজার দুইশত) প্রতিটি।
  • সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারের মালিকানাধীন কোম্পানিতে চাকরিরত প্রার্থীদের অনলাইন আবেদনের একটি হার্ড কপি যথাযথ চ্যানেলের মাধ্যমে জেনারেল ম্যানেজার (পিএন্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, পিজিসিবি ভবন, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-তে জমা দিতে হবে। 1212।
  • PGCB-এর কর্তৃপক্ষ এই অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো আবেদন গ্রহণ/প্রত্যাহার/বাতিল/প্রত্যাখ্যান করার/অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে এবং আবেদনকারীকে এই ধরনের পদক্ষেপের কোনো ব্যাখ্যা প্রদান করা হবে না।
  • শুধুমাত্র উল্লিখিত যোগ্য আবেদনকারীদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্যক্তিগত/শিক্ষাগত/জাতীয় পরিচয় ইত্যাদি সম্পর্কিত কোনো তথ্য/দস্তাবেজ যদি স্ক্রীনিং-এর যেকোনো স্তরে জাল বা লুকানো পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ যে কোনো সময় আবেদনকারীর প্রার্থীতা/নিযুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোম্পানির পরিষেবার নিয়ম অনুসারে নিয়োগকে সন্তোষজনক ক) কর্মক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন, খ) পুলিশ যাচাই প্রতিবেদন এবং গ) বিভাগীয় ভিত্তি প্রশিক্ষণ কোর্সে সন্তোষজনক ফলাফল দ্বারা নিয়মিত করা হবে।
  • ভবিষ্যৎ নিয়োগের জন্য সফল প্রার্থীদের একটি প্যানেল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হবে এবং এটি প্রথম নিয়োগের তারিখ থেকে বা পরবর্তী বিজ্ঞপ্তির নিয়োগ থেকে 01 (এক) বছরের জন্য বৈধ থাকবে যেটি আগে।
  • কোনো ধরনের প্ররোচনা/লবিং বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

PGCB Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পন্‌ন কালো / সম্পন্ন সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১২০০/- (ছয়শত) টাকা (অফেরৎযোগ্য), অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS : PGCB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PGCB ABCDEF

Reply : Applicant’s Name, TK 1200 will be charged as application fee.

Your PIN is 12345678. To pay fee Type PGCB <Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS PGCB <Space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PGCB YES 12345678 and send to 16222

Reply: Congratulations Applicant’s Name, payment Completed Successfully for PGCB Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxXXXXXX)

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pgcb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন ।

পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ User ID এবং Password পুনরুদ্ধার:

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: PGCB <Space> Help< Space > USER < Space > User ID & Send to 16222.

Example: PGCB Help User ABCDEF & Send to 16222.

PIN Number জানা থাকলে: PGCB<Space>Help<Space>PIN<Space> PIN No & Send to 16222.

Example: PGCB Help PIN 12345678 & Send to 16222.

পত্রিকাছাড়াও পিজিসিবি‘র ওয়েবসাইট www.pgcb.gov.bd এর নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড হতে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক https://web.facebook.com/sorkarijobcircular পেজ এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: PIB, Post Name ****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ছবি/পিডিএফ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Power Grid Company Bangladesh PGCB Job Circular 2024

bgb.gov.bd

শেয়ার করে রাখুন

Leave a Comment