নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান)-এ কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্ন বর্ণিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়েছে। North-West Power Generation Company Limited NWPGCL Job Circular 2024 -এর মাধ্যমে ০৯ জন জনবল নিয়োগ করবে। NWPGCL Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – North-West Power Generation Company Limited NWPGCL Job Circular 2024-এ ১২-১৭তম গ্রেডের ০৫টি ক্যাটাগরির মোট ০৯ টি পদে নিয়োগ দিচ্ছে। এর অনলাইনে আবেদন ৭ সেপ্টেম্বর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আপনি কি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today.
এক নজরে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ভিশন ও মিশন
বিদ্যুৎ দেশের অর্থনৈতিক উন্নতির মূল চালিকাশক্তি। জিডিপি-এর টেকসই প্রবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে টিকে থাকার জন্য টেকসই, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন। আর্থিক সীমাবদ্ধতা ও গ্যাস সরবরাহের অপ্রতুলতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার মিশ্র জ্বালানি (গ্যাস, কয়লা, তরল জ্বালানি, পারমাণবিক শক্তি, নবায়নযোগ্য জ্বালানি), প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি এবং লোড ম্যানেজমেন্ট-এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন তথা সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের মাস্টার প্ল্যান অনুযায়ী ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০,০০০ মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সরকারের এই অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশীজন হিসেবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) নিরলসভাবে নিয়ত কাজ করে যাচ্ছে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও সিস্টেমের লো-ভোল্টেজ সমস্যা নিরসনকল্পে সিরাজগঞ্জ ১৫০ মেঃওঃ পিকিং পাওয়ার প্লান্ট প্রকল্প এবং খুলনা ১৫০ মেঃওঃ পিকিং পাওয়ার প্লান্ট প্রকল্পদ্বয়ে অর্থায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে গত ২৮.০৬.২০০৭ তারিখে একটি ঋণ চুক্তি (ঋণ নং- ২৩৩২-বিএএন) স্বাক্ষরিত হয়। এডিবির ঋণ কার্যকর করার লক্ষ্যে গত ২৮.০৮.২০০৭ ইং তারিখে বাংলাদেশ সরকার প্রণীত বিদ্যুৎ খাত সংস্কার নীতিমালা এবং কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) গঠিত হয়। সূত্র ও বিস্তারিত
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ
সংস্থার নামঃ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৫।
মোট পদ সংখ্যাঃ ০৯।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ২৮০০০/- থেকে ১৭০০০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৪ সেপ্টেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, নওপাজেকো, ইউটিসি ভবন (৪র্থ তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত (অফিস চলাকালীন সময়ের মধ্যে) সরাসরি/ ডাকযোগে পৌঁছাতে হবে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | |
---|---|
সংস্থার নামঃ | নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। |
পদের নামঃ | নিচে বিস্তারি দেখুন । |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ০৯ |
চাকরির আবেদন | মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, নওপাজেকো, ইউটিসি ভবন (৪র্থ তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত (অফিস চলাকালীন সময়ের মধ্যে) সরাসরি/ ডাকযোগে পৌঁছাতে হবে। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩০ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ২৮০০০/- থেকে ১৭০০০/- টাকা। |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ | ০৭ সেপ্টেম্বর ২০২৪ |
আবেদনের শেষ তারিখঃ | ২৬ সেপ্টেম্বর ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | – |
দেখুন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image |
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ ফোরম্যান-গ্রেড এ।
পদের সংখ্যাঃ০২ টি (মেকানিক্যাল ০১ টি এবং ইলেক্ট্রিক্যাল/ আইএন্ডসি ০১।
গ্রেডঃ -১২।
বয়সঃ বয়সঃ ৩৬ হতে ৪৮ বছর (০৪.০৯.২০২৪ তারিখে)।
বেতন স্কেলঃ ২৮,০০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি./সমমানসহ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরী প্রতিষ্ঠান হতে ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেনেন্স / মেকানিক্যাল মেইনটেনেন্স / মেশিন টুলস্ অপারেশন / মেশিন টুলস্ অপারেশন এন্ড মেইনটেনেন্স / ইলেক্ট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন বিষয়ে ০২ (দুই) বছরের ট্রেড কোর্স পাশ।
(খ)কমপক্ষে ১২(বার) বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৫(পনের) বছর চাকরিকাল।
অথবা
কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি. পাশসহ কমপক্ষে ১৫(পনের) বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৮(আঠারো) বছর চাকরিকাল।
পদের নামঃ ক্রেন অপারেটর- গ্রেড এ।
পদের সংখ্যাঃ ০১।
গ্রেডঃ -১৪।
বয়সঃ বয়সঃ ২৫ হতে ৪০ বছর (০৪.০৯.২০২৪ তারিখে)। তবে, অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন স্কেলঃ ২৩,০০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ এস.এস.সি পাশ। ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতাঃ ক্রেন চালানোর কাজে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নামঃ সিকিউরিটি সুপারভাইজার- গ্রেড এ।
পদের সংখ্যাঃ ০৪।
গ্রেডঃ -১৪।
বয়সঃ বয়সঃ সর্বোচ্চ ৪৮(আটচল্লিশ) বছর (০৪.০৯.২০২৪ তারিখে)। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেলঃ ২৩,০০০/-।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণকারী, নূন্যতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন।
পদের নামঃ ওয়েল্ডার-গ্রেড এ।
পদের সংখ্যাঃ ০১।
গ্রেডঃ -১৬।
বয়সঃ বয়সঃ ২২ হতে ৩৫ বছর (০৪.০৯.২০২৪ তারিখে)।
বেতন স্কেলঃ ১৮০০০/-।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি./ সমমানসহ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরী প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিষয়ে ০২(দুই) বছরের ট্রেড কোর্স পাশ। (খ) সংশ্লিষ্ট কারিগরী কাজে ০২(দুই) বছরের অভিজ্ঞতা।
অথবা
(ক) কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি / সমমান পাশ।
(খ) সংশ্লিষ্ট কারিগরী (ওয়েল্ডিং) কাজে ০৫(পাঁচ) বছরের অভিজ্ঞতা।
পদের নামঃ গ্রামার-গ্রেড এ।
পদের সংখ্যাঃ ০১।
গ্রেডঃ -১৭।
বয়সঃ বয়সঃ ২১ হতে ৩৫ বছর (০৪.০১.২০২৪ তারিখে)।
বেতন স্কেলঃ ১৭০০০/-।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্ল্যানিং এন্ড পাইপ ফিটিং ট্রেডে এস.এস.সি. (ভোকেশনাল) পাশসহ এইচ এস সি / সমমান পাশ। খ) প্লাম্বার হিসেবে ০১ (এক) বছরের অভিজ্ঞতা।
অথবা
ক) কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এস.এস.সি / সমমান পাশ।
খ) প্লাম্বার হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা। প্লাম্বিং অকুপেশনে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে জাতীয় দক্ষতা সনদ (কমপক্ষে এনএসসি লেভেল-১) অর্জনকারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর্থিক সুবিধাদিঃ
- ক. কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব বোনাস/ডাডা, গ্র্যাচুইটি, সিপিএফ সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
- খ. আয়কর কর্মচারী নিজে বহন করবেন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের সাধারণ শর্তাবলীঃ
- ক. সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- খ. প্রার্থীকে কোম্পানির অধীন যে কোন বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।
- গ. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- ঘ. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।
- ঙ. যেকোন ধরণের সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
- চ. কর্তৃপক্ষ এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত অথবা বাতিল এবং পদের সংখ্যা কম/ বেশী-এর বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনপত্ৰ দাখিলঃ
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজ পত্রাদি সত্যায়িত করে সংযুক্তকরত আবেদন করতে হবেঃ
- (ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি।
- (খ) অভিজ্ঞতার সনদ (অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম, ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং অভিজ্ঞতার সনদে কার্যক্ষেত্র উল্লেখপূর্বক কাজের সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে)।
- (গ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি।
- (ঘ) জাতীয় পরিচয় পত্রের কপি।
- (ঙ) কোভিড টিকা সনদ।
- (চ) স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
nwpgcl job circular 2024 আবেদন ফি
nwpgcl job circular 2024 আবেদন ফি। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর অনুকূলে ২০০/- (দুইশত) টাকা মূল্যের (অফেরৎযোগ্য) পে-অর্ডার।
North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 pdf download
North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 pdf download. নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 pdf download. nwpgcl job circular 2024 -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – nwpgcl job circular 2024 আবেদন ফরম
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – nwpgcl job circular 2024 আবেদন ফরম দেওয়া আছে। এটি ডাউনলোড করুন।

North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 Apply download
North-West Power Generation Company Limited NWPGCL job circular 2024 Apply download
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড nwpgcl.gov.bd ওয়েবসাইটে এছাড়াও আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য nwpgcl.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আরো চাকরির বিজ্ঞপ্তি
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Biman Bangladesh Airlines BBAL Job Circular 2025
- পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Panchagarh DC Office Job Circular 2025
- নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – RRI Job Circular
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – DNCC Job Circular
- ফেনী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Feni Civil Surgeon Office Job Circular
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – MOCAT Job Circular 2025
- মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Magura DC Office Job Circular 2025
- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – MEFWD Job Circular 2025
- সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Sirajganj DC Office Job Circular 2025
- চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Chuadanga Civil Surgeon Office Job Circular
- তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Titas Gas Job Circular 2025
- ঢাকা (পশ্চিম) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – VATDW Job Circular 2025
- নাটোর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Natore Civil Surgeon Office Job Circular 2025
- বরিশাল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Barisal Civil Surgeon Office Job Circular 2025
- বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BTCL Job Circular 2025
- বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Krishi Bank BKB Job Circular 2025
- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Brahmanbaria DC Office Job Circular 2025
- সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BRDB Job Circular 2025
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – EEDMOE Job Circular 2025