সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূণ্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে (http://coop.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না ।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025 সমবায় অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে। Department of Cooperatives Job Circular 2025 / coop.teletalk.com.bd Job Circular 2025 -এর মাধ্যমে ৫১১ জন জনবল নিয়োগ করবে। COOP Job Circular 2025 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ -এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর অনলাইন আবেদন ২০ মার্চ ২০২৫ এ শুরু হবে এবং শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৫। সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025 -এ ১৭টি বিভাগে মোট ৫১১ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আপনি কি সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today
এক নজরে সমবায় অধিদপ্তর
গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে সমবায়ের গর্ব করার মত সুদীর্ঘকালের ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে সর্বপ্রথম ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। ১৮২১ সালে রবার্ট ওয়েন ইংল্যান্ডের ‘নিউ লানার্ক’ নামক শহরে ও তার আশেপাশের শ্রমিকদের সংগঠিত করে সমবায় গ্রাম প্রতিষ্ঠা করেন। সমবায়ের মাধ্যমে নিজস্ব সঞ্চয় সংগ্রহ করে শ্রমিকরা তাদের ভাগ্যোন্নয়নে ব্রতী হয়। রবার্ট ওয়েনের এ সমবায় কার্যক্রম প্রথম দুই দশকে বেশ সফলতা প্রদর্শন করে। পরে ব্যবস্থাপনার ত্রুটিজনিত কারণে চল্লিশের দশকে এসে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। রবার্ট ওয়েন যেহেতু আধুনিক সমবায়ের কাঠামোগত ভিত রচনা করেছিলেন তাই তাঁকে ‘আধুনিক সমবায়ের জনক’ (Father of Modern Cooperatives) বলে আখ্যায়িত করা হয়।
প্রকৃতপক্ষে, আধুনিক সমবায় আন্দোলনের জয়যাত্রা শুরু হয় ১৮৪৪ সালের ১৪ আগস্ট তারিখে ইংল্যান্ডের ম্যানচেষ্টারের নিকটবর্তী রচডেল (Rochdale) নামক একটি ছোট্ট শহরে। রচডেলের মাত্র ২৮ (আটাশ) জন বুদ্ধিমান শ্রমিক আত্ম-প্রত্যয় ও আত্ম-প্রচেষ্টায় স্বাবলম্বী হওয়ার ব্রত নিয়ে প্রতিষ্ঠা করে ‘রচডেল অগ্রণীদের সমতাবাদী সমবায় সমিতি।’ (Rochdale Pioneers Equitable Cooperative Society)।
রচডেলের পরবর্তীতে ১৮৯৫ সালের আগস্ট মাসে সফলভাবে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয় যার নাম দেওয়া হয় International Cooperative Alliance । উক্ত আন্তর্জাতিক সংস্থা সমবায়ীদের ব্যাপকভাবে সহযোগিতা করে। এর পরে স্পেনের বাস্ক প্রদেশে ম্যন্ড্রাগণ সমবায় কর্পোরেশন নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় যা অদ্যবধি সমবায়ের সবচেয়ে সফল উদাহরণের অন্যতম।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় উপ-মহাদেশে প্রথম সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। এ সময়ে শতকরা প্রায় ৯০ ভাগ লোক গ্রামে বাস করত। কৃষিই ছিল জনগণের জীবিকার একমাত্র উপায়।
১৮৭৫ সালে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কৃষক বিদ্রোহ সংঘটিত হয়। এই বিদ্রোহের মূলে ছিল কৃষি ঋণের অভাব, মহাজনী ঋণের চক্রবৃদ্ধিজনিত উচ্চ সুদের হার, কৃষকদের ক্রমবর্ধমান দারিদ্র। এ প্রেক্ষিতে ১৯০১ সালে ইন্ডিয়ান ফেমিন কমিশনের সুপারিশ মতে এবং তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট (লর্ড এডওয়ার্ড , স্যার নিকলসন ও ডুপার নিক্স) কমিটির সুপারিশ অনুসারে ১৯০৪ সালে তদানীন্তন বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল লর্ড কার্জন ‘সমবায় ঋণদান সমিতি আইন,১৯০৪’ (Cooperative Credit Societies Act-1904) জারী করেন এবং তদানীন্তন ভারত সরকার পুনরায় নতুন করে ‘সমবায় সমিতি আইন-১৯১২’ (Cooperative Socities Act-1912) জারী করেন। উক্ত আইনে ক্রেডিট ও নন-ক্রেডিট সমবায় সমিতি গঠন এবং সসীম ও অসীম দায় বিশিষ্ট সকল প্রকার সমবায় সমিতি গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক শীর্ষ সমিতি বা ব্যাংক গঠন করার বিধান ও সন্নিবেশ করা হয়। ফলে দেশের সর্বত্র কৃষিক্ষেত্রে ও অকৃষিক্ষেত্রে সসীম ও অসীম দায়-বিশিষ্ট বিভিন্ন প্রকার সমবায় সমিতি গড়ে উঠতে শুরু করে।
ভারতবর্ষের কো-অপারেটিভগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় উদ্ভাবনের জন্য স্যার এডওয়ার্ড ম্যাকলেগানকে প্রধান করে ‘ ইমপেরিয়াল কো-অপারেটিভ ইন ইন্ডিয়া’ গঠিত হয়। ১৯১৫ সালে ম্যাকলেগান কমিটি সুপারিশ দাখিল করেন। এই কমিটির প্রতিবেদনকে ভারতের জন্য ‘সমবায়ের বাইবেল’ হিসেবে আখ্যায়িত করা হয়।
১৯১২ সালের আইনের আওতায় ১৯১৮ সালে ‘বেঙ্গল প্রভিন্সিয়াল কো-অপারেটিভ ফেডারেশন গঠনের মাধ্যমে প্রাদেশিক সমবায় ব্যাংক প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ১৯২২ সালে তা ‘বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক’ নাম ধারণ করে। সূত্রঃ সমবায়ের সংক্ষিপ্ত ইতিহাস
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংস্থার নামঃ সমবায় অধিদপ্তর।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ১৭
মোট পদ সংখ্যাঃ ৫১১
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১১,৩০০ – ২৭,৩০০/- থেকে ৮,২৫০-২০,০১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৬ মার্চ ২০২৫।
আবেদন শুরু তারিখঃ ২০ মার্চ ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৭ এপ্রিল ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
এক নজরে সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | |
---|---|
সংস্থার নামঃ | সমবায় অধিদপ্তর। |
পদের নামঃ | সার্কুলারে দেখুন |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ৫১১ |
চাকরির আবেদন | অনলাইনের মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩২ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ১১,৩০০ – ২৭,৩০০/- থেকে ৮,২৫০-২০,০১০/- |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ |
২০ মার্চ ২০২৫ |
আবেদনের শেষ তারিখঃ |
১৭ এপ্রিল ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | coop.teletalk.com.bd/ |
দেখুন সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image |
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ পরিদর্শক।
পদের সংখ্যাঃ ৩৪ টি
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১,৩০০ – ২৭,৩০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ মহিলা পরিদর্শক।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১,৩০০ – ২৭,৩০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ প্রশিক্ষক।
পদের সংখ্যাঃ ১৬ টি
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১,৩০০ – ২৭,৩০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ ফিল্ড ইনভেস্টিগেটর।
পদের সংখ্যাঃ ১৯ টি
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১,৩০০ – ২৭,৩০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ কম্পিউটর।
পদের সংখ্যাঃ ১৯ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ সহকারী প্রশিক্ষক।
পদের সংখ্যাঃ ১০৫ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ মহিলা সহকারী পরিদর্শক।
পদের সংখ্যাঃ ০২ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ সহকারী প্রশিক্ষক।
পদের সংখ্যাঃ ১১ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ০২ টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ ড্রাইভার/ফিল্ম ভ্যান ড্রাইভার।
পদের সংখ্যাঃ ০৬ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাসসহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ তাঁত সুপারভাইজার।
পদের সংখ্যাঃ ০৫টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সরকারী বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ ক্যাশিয়ার।
পদের সংখ্যাঃ ০৪টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ১০৮টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং
ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ সহকারী ফিল্ম অপারেটর।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১৮
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ। তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ নৈশ প্রহরী।
পদের সংখ্যাঃ ০৪টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস। তবে শারিরীক যোগ্যতা সম্পন্ন হতে হবে।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নামঃ অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ১৮৯টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
** যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: সমবায় অধিদপ্তরের স্মারক নং ২০০-এ/ও, তারিখ-১৫/০৩/২০২২খ্রি.-এ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইত:পূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ।
COOP Job Circular 2025 / coop.teletalk.com.bd Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
COOP Job Circular 2025 / brdb.teletalk.com.bd Job Circular 2024 আবেদন http://coop.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.coop.gov.bd এবং http://coop.teletalk.com.bd এ পাওয়া যাবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারও সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না।
সকল পদে ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত Application Form এর ফটোকপিসহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে:
- i) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২(দুই) কপি সত্যায়িত রঙিন ছবি;
- ii) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
- iii) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত কপি জমা দিতে হবে;
- iv) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা এসকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা/প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সার্টিফিকেট;
- v) প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এ প্রকাশিত প্রমাণক এর আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে।
Department of Cooperatives Job Circular 2025
Department of Cooperatives Job Circular 2025 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী :
আগ্রহী প্রার্থীগণ http://coop.teletalk.com.bd অথবা www.coop.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০/০৩/২০২৫খ্রি. সকাল ১০.০০ টা;
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৭/০৪/২০২৫খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি SMS প্রেরণের নিয়মাবলীঃ
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :
ক্রমিক নং ০১ হতে ০৪ পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ টাকা) ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকা সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা; ক্রমিক নং ০৫ হতে ১৪ পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ১৫ হতে ১৭ পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপান্ন) টাকা প্রদান করতে হবে।
তবে, উল্লিখিত সকল শূন্য পদে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা প্রদান করবেন। আবেদন ফি আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ‘Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে আবেদনকারীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ 300 pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।
যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: COOP < space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: COOP ABCDEF send to 16222
Reply: Applicant’s Name, Tk 168 or 112 or 56/- will be charged as application fee. Your PIN is (8 degit numbers). To pay fee, type COOP <space> YES <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: COOP<space>YES<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: COOP YES 12345678 send to 16222.
Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee, User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
COOP Job Circular প্রবেশপত্র
COOP Job Circular প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://coop.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
COOP Job Circular SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
Department of Cooperatives Job Circular
Department of Cooperatives Job Circular শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে BRDB<Space>Help<Space>User<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BRDB Help User ABCDEF & Send to 16222
ii) PIN Number জানা থাকলে BRDB<Space>Help<Space>PIN <Space> PIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BRDB Help PIN 1234567 & Send to 16222
মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটাপদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত পরীক্ষা/ব্যবহারিক পরীক্ষা/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ/দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সমবায় অধিদপ্তর www.coop.gov.bd ওয়েবসাইটে এবং http://coop.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.coop.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের কর্মচারী চাকুরি প্রবিধানমালা এবং প্রয়োজনবোধে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025 pdf download
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025 pdf download. সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ / Department of Cooperatives Job Circular 2025 PDF ডাউনলোড। Department of Cooperatives COOP Job Circular 2025 সমবায় অধিদপ্তর COOP Job Circular 2025 / coop.teletalk.com.bd Job Circular 2025 pdf download. http://www.coop.gov.bd এবং http://coop.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।




আরো চাকরির বিজ্ঞপ্তি
- বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Krishi Bank BKB Job Circular 2025
- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Brahmanbaria DC Office Job Circular 2025
- সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – COOP Job Circular 2025
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BRDB Job Circular 2025
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – EEDMOE Job Circular 2025
- ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি – TICI Job Circular
- পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – RDA Job Circular 2025
- খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – DGFood Job Circular 2025
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BBS Job Circular 2025
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BCIC Job Circular 2025
- বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Ansar VDP Job Circular 2025
- কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – DTEV Job Circular 2025
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BIDA Job Circular 2025
- মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Manikganj Civil Surgeon Office Job Circular 2025
- BSCL Job Circular 2025 – বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- PLIWC Job Circular 2025 – জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- মডেল টেস্ট ০১ – Model Test 01
- ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Mymensingh DC Office Job Circular 2025
- সম্পূর্ণ বিনা মূল্যে আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ
- কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Kurigram-Lalmonirhat Palli Bidyut Samity Job Circular 2025