কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024

telegram
facebook

শেয়ার করে রাখুন

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিম্নোক্ত পদে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ কর্তৃক প্রকাশিত হয়েছে। Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 / pbs1.comilla.gov.bd Job Circular 2024 -এর মাধ্যমে ০১টি জন জনবল নিয়োগ করবে। Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ০৫ সেপ্টেম্বর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 -এ ০১টি বিভাগে মোট ০১ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১

ক নজরে কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১ একটি সরকারী বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১ কুমিল্লা জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কুমিল্লা জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের ফলে কৃষি প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য এবং টেকসই প্রভাব ফেলছে। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা আমাদের অঙ্গীকার।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে বিবরন

সংস্থার নামঃ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০১।
মোট পদ সংখ্যাঃ ০১।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। ।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৪ সেপ্টেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১।
পদের নামঃনিচে দেখুন ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ০১টি
চাকরির আবেদনডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

০৫ সেপ্টেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

১৯ সেপ্টেম্বর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটকুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১
দেখুন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Image

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ ড্রাইভার।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ –
বেতন স্কেলঃ পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ০৩ নং বেতন গ্রেড ১৬,৬০০/= হতে ২৯,৯০০/= এবং নিয়ম অনুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

  • প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজী শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, দিক নির্দেশ পরিচালনা, সাংকেতিক চিহ্ন বুঝা, পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচী পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে।
  • প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত (হালকা) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
  • প্রার্থীকে যে কোন সরকারী/ আধাসরকারি/স্বয়ত্বশাসিত/ বৃহৎশিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ী চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে। বিগত ০৩ (তিন) বছরের মধ্যে বড় ধরণের কোন দূর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যায়ন পত্র আবেদন পত্রের সাথে জমা প্রদান করতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরণের ইঞ্জিন রিপিয়ারিং, টিউন আপ,সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে।
  • প্রার্থীকে গাড়ী চালনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • পবিস এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীরস্বাস্থ্য পরীক্ষাসহ দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে
  • হবে
  • ১৯-০৯-২০২৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর হতে হবে।

Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। যারা Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তারা নিচের বিস্তারি পড়ে বুঝে আবেদন করুন।

উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট (www.pbs1.comilla.gov.bd) অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) হতে A 4 সাইজের কাগজে (ফরম নং পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ)।

সংগৃহীত আবেদন ফরম স্ব-হস্তে পূরণ পূর্বক জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর অনুকূলে ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পোষ্টাল অর্ডার/অগ্রনী ব্যাংক হতে ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতঃ আগামী ১৯-০৯-২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদন পত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনও বাতিল বলে গণ্য হবে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবেঃ

ক) ছবির পিছনে প্রার্থীর নাম লিখা সম্বলিত ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত কপি। (মার্কশীট/প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয়)।
গ) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
ঘ) ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি ।
ঙ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র।
চ) ১০০ (একশত) টাকা মূল্যমানের পোষ্টাল অর্ডার/অগ্রনী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা হতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে, ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ।
ছ) অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত অনুলিপি।

Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024

Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 ড্রাইভার পদে প্রার্থীর বয়স ১৮ হতে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে আবদেনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বেই বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে।


Comilla Palli Bidyut Samity – 1 Job Circular 2024 প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা নিজ জেলাসহ আবেদন পত্রের প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।


প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য “অন-প্রবেশনে” নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন/পবিসের রিটেইনার চিকিৎসকের নিকট হতে সুস্থতার স্বাস্থ্যগত সার্টিফিকেট (Dope Test রিপোর্টসহ), স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চোখের সুস্থতার সার্টিফিকেট দাখিল করতে হবে। অন- প্রবেশন কালে অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন, প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ, বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে (পবিস নির্দেশিকা ৩০০-১৪, ৩০০-১৭, ৩০০-২৪ এবং ৩০০-৫১ মোতাবেক) শর্ত সাপেক্ষে সমিতির নিজস্ব বেতন কাঠামোর নির্ধারিত বেতন পরিধিতে নিয়মিত করা হবে।


অত্র পবিসের এলাকা পরিচালক/মহিলা পরিচালক ও সমিতির কর্মকর্তা/কর্মচারীদের রক্তের কেউ অথবা তাদের স্বামী/স্ত্রী-দের রক্তের সম্পর্কীয় কারো আবেদন করার প্রয়োজন নেই। এ সংক্রান্ত যে কোন তথ্যের সত্যতা প্রমাণিত হলে যেকোন সময়ে তার প্রার্থীতা বাতিল করা হবে।
প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে অথবা তথ্য গোপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্মারক নং-05.00.0000.170.11.014..২৪.১৪১, তারিখঃ ২৩/০৭/২০২৪ খ্রিঃ মোতাবেক সরকারের বিদ্যমান সংশোধিত কোটা পদ্ধতি প্রযোজ্য হবে। কুমিল্লা পবিস-১ এর ভৌগোলিক এলাকার (চান্দিনা/বরুড়া/দেবিদ্বার/মুরাদনগর উপজেলা) প্রার্থীগন আবেদন করতে পারবেন না ।


অন্য কোন সংস্থা অথবা কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/বরখাস্তকৃত/স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়োজন নাই। প্রতারণা করে অথবা কোন তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোন তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে তাকে চাকুরীচ্যুত করা হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে।


খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
যে কোন পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf download

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf download. ককুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি pdf download pbs1.comilla.gov.bd এবংreb.gov.bd-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2024 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity - 1 Job Circular 2024
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Comilla Palli Bidyut Samity - 1 Job Circular 2024

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন পত্র

Comilla%20Palli%20Bidyut%20Samity%20 1%20Job%20Circular%202024 images 2
Comilla%20Palli%20Bidyut%20Samity%20 1%20Job%20Circular%202024 images 3

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশ পত্র

Comilla%20Palli%20Bidyut%20Samity%20 1%20Job%20Circular%202024 images 4
Comilla%20Palli%20Bidyut%20Samity%20 1%20Job%20Circular%202024 images 5

শেয়ার করে রাখুন

Leave a Comment