- Advertisement -
HomeAll jobsবাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ bkkb job circular

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ bkkb job circular

- Advertisement -

বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ bkkb job circular Job Circular 2023. Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2023 আজ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.bkkb.gov.bd প্রকাশ করেছে। বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের চাকরির বিজ্ঞপ্তি একটি নতুন সরকারি চাকরির দ্বার উন্মোচন করলো। আমরা আমাদের বিডি জবস টুডে bdgovtjob.today ওয়েবসাইটে BKKB Job Circular 2023 পোস্ট করেছি। বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের সরকারি চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি।

www.bkkb.gov.bd job circular Job Circular 2023 হল সেরা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মধ্যে একটি। তাই বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের সার্কুলার সম্পর্কে এই সম্পূর্ণ তথ্য পড়ুন। এই বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোন পোস্টটি মিলছে তা অনুগ্রহ করে দেখুন। তারপর আপনার পছন্দমত পদে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের নিয়োগের জন্য আবেদন করুন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

bkkb job circular 2023 আপনি কি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ খুঁজছেন? বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড কিছু বিভাগের শূন্য পদের জন্য একটি নতুন চাকরির সার্কুলার প্রকাশ করেছে। স্নাতক পাস, এইচএসসি পাস, ডিপ্লোমা পাস এবং এসএসসি পাস প্রার্থীরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ আবেদন করতে পারবে।

আপনি বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের সার্কুলার ২০২৩ – এ আবেদন করার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত পেতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যেমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরির সার্কুলার ছবি, অনলাইনে আবেদন ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেবেন। আমরা BKKB job circular 2023 সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ করেছি। তাই এখনই আবেদন করুন এবং Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2023 -এর জন্য প্রস্তুত হন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৩

bkkb job circular 2023 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ শিক্ষিত যোগ্য ব্যক্তিদের জন্য ২৯ মে ২০২৩ এ প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন শুরু হবে ০১ জুন ২০২৩ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩০ জুন ২০২৩ বিকাল ৫টা। এই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সার্কুলার ২০২৩ এর মাধ্যমে ১০ টি ক্যাটাগরিতে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য আগ্রহী প্রার্থীরা তাদের BKKB job circular 2023 চাকরির আবেদনপত্র bkkb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

এক নজরে বিকেকেবি সার্কুলার ২০২৩

প্রতিষ্ঠান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি)
পদ ক্যাটাগরি: ১০
মোট পদ সংখ্যা: ৫৭
চাকরির ধরণ: ফুল টাইম
বেতন কাঠামো: সার্কুলার ছবি দেখুন
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি.
প্রকাশিত তারিখ: ২৯ মে ২০২৩
আবেদন শুরু: ০১ জুন ২০২৩ সকাল ১০টা
আবেদন শেষ: ৩০ জুন ২০২৩ বিকাল ৫টা
আবেদন লিং: http://bkkb.teletalk.com.bd/posts.php

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) জব সার্কুলার ২০২৩
নিয়োগ প্রতিষ্ঠান:বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি)
পদের নাম:আবেদন বিজ্ঞপ্তি দেখুন
চাকরির স্থান:বাংলাদেশের যে কোন জায়গা
পদের ধরণ:১০
মোট পদ সংখ্যা:৫৭
চাকরির ধরণ:ফুল টাইম
চাকরির ধরণ:সরকারি.
লিংগ:পুরুষ-মহিলা
বযস:১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:অস্টম শ্রেনি পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, ডিগ্রি বা সমমান পাশ
অভিজ্ঞতা:আবেদন পত্র দেখুন
জেলা:আবেদন পত্র দেখুন
বেতনসার্কুলার ছবি দেখুন
অন্যান্য সুবিধঅ:সরকারি নীতি অনুযায়ী সকল সরকারি সুযোগ সুবিধা পাবে.
আবেদন ফি:২২৩/৫৫৬/৬৬৭ টাকা
র্সোসঅফিসিয়াল ওয়েবসাইট
প্রকাশিত তারিখ:২৯ মে ২০২৩.
আবেদন শুরু:০১ জুন ২০২৩ সকাল ১০টা.
আবেদন শেষ:৩০ জুন ২০২৩ বিকাল ৫ টা.
আবেদন লিং:bkkb.teletalk.com.bd

বিকেকেবি জব সার্কুলার ২০২৩ শূন্য পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন

  • পদের নামঃ সহকারী পরিচালক
  • পদ সংখ্যাঃ ০৪ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা
  • দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা ৪ (চার) বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
  • মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।
  • পদের নামঃ সহকারী প্রোগ্রামার
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স
  • ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
  • মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।
  • পদের নামঃ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স
  • ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
  • অন্যান্য যোগ্যতাঃ Standard Test এ অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
  • মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।
  • পদের নামঃ পরিবহণ কর্মকর্তা
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ০৩(তিন) বৎসর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ০৩(তিন) বৎসর মেয়াদী অটোমোবাইলে ডিপ্লোমা।
  • অন্যান্য যোগ্যতাঃ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে
  • মাসিক বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/- টাকা।
  • পদের নামঃ কম্পিউটার অপারেটর
  • পদ সংখ্যাঃ ০৪ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্মাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাশ।
  • অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
  • মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।
  • পদের নামঃ হিসাবরক্ষক
  • পদ সংখ্যাঃ ০৯ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
  • মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।
  • পদের নামঃ ক্যাশিয়ার
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ
  • অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রয়োজনে, নির্ধারিত জামানত জমা প্রদান করতে হবে।
  • মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
  • পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার
  • পদ সংখ্যাঃ ২৫ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
  • মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
  • পদের নামঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর
  • পদ সংখ্যাঃ ০৯ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্হ হতে হবে।
  • মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
  • পদের নামঃ গাড়িচালক
  • পদ সংখ্যাঃ ০২ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতাঃ গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স
  • মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
BKKB job Circular 2023
BKKB job Circular 2023
BKKB job Circular 2023, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, bkkb job circular
BKKB job Circular 2023
BKKB job Circular 2023, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, bkkb job circular
BKKB job Circular 2023

www.bkkb.gov.bd online application আবেদনের জন্য সর্তবলীঃ

আবেদনের জন্য সর্তবলীঃ ৩০/০৬/২০২৩খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা পুত্র-কন্যার পুত্র-কন্যা এর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সকল কর্মরত এবং বেকার বাংলাদেশীদের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ক্যারিয়ারের সুযোগ। আপনি যদি Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2023-এর জন্য bkkb.teletalk.com.bd-এ আপনার চাকরির আবেদন জমা দিতে চান, নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমে ভিজিট করুন BKKB teletalk com bd website: bkkb.teletalk.com.bd
  2. “আবেদন ফরমে”ক্লিক করুন
  3. আপনি যে পদে আবদন করতে চান তা সিলেক্ট করুন
  4. “নেক্সট” বাটনে ক্লিক করুন.
  5. আপনি যদি টেলিটক জব র্পটালের সদস্য হন তাহলে “Yes” সিলেক্ট করুন। অন্যথায়, “NO” সিলেক্ট করুন
  6. এখন আপনার চাকরির ফরম আসবে
  7. সঠিক তথ্য দিয়ে ফরম পুরোন করে নেক্সট বাটনে ক্লিক করুন
  8. সদ্য তলা ছবি ও চাইন আপলোড করুন
  9. তারপর “Submit Application” বাটনে ক্লিক করুন
  10. সর্বোশেষ ফরমটি ডাউনলোড করুন

[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]

BKKB job circular Job Circular 2023 অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ০২টি SMS করে ০১-০৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৬৬৭/- (ছয়শত সাতষট্টি) টাকা, ০৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫৫৬/- (পাঁচশত ছাপ্পান্ন) টাকা, এবং ০৫-১০ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩/- (দুইশত তেইশ) টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড সিম থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 থেকে নেওয়া। নিচে হুবহু তুলে ধরা হলো।

প্রথম SMS: BKKB< Space> User ID send to 16222
Example: BKKB FEDCBA

Reply SMS: Applicant’s Name. Tk. 223/556/667 will be charged as an application fee.
Your PIN is (8 digit number) 87654321.

দ্বিতীয় SMS: BKKB< Space> Yes < Space>PIN – send 16222 Number
Example: BKKB YES 87654321

Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for BKKB Application for xxxxxxxxxxxxxx User ID is (FEDCBA) and Password (xxxxxxxx)

bangladesh karmachari kallyan board bkkb এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ

শুধুমাত্র টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

  1. User ID জানা থাকলে : BKKB <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
    Example: BKKB Help ABCDEFGH & send to 16222.
  2. PIN Number জানা থাকলে : BKKB <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
    Example: BKKB Help PIN 12345678 & send to 16222.

Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2023 প্রবেশপত্র

Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2023 প্রবেশপত্র ইস্যু করা হলে, প্রার্থীদের তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীরা  BKKB teletalk com bd এর মাধ্যমে তাদের ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরি পরীক্ষার তথ্য

সকল পদের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা নেওয়া হবে। তবে কিছু পদে ভাইভা পরীক্ষার আগে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সুতরাং, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৩-এর নিয়োগ পরীক্ষা ৩টি পর্যায়ে হবে।

  1. লিখিত পরীক্ষা
  2. ব্যবহারিক পরীক্ষা (যেখানে প্রযোজ্য)
  3. ভাইভা পরীক্ষা।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এমসিকিউ পরীক্ষা বা লিখিত পরীক্ষা প্রথমে নেওয়া হবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড লিখিত পরীক্ষায় প্রার্থীর জ্ঞানের গভীরতা পরীক্ষা করা হবে। ‍বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভাইভা ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীর ব্যক্তিত্ব, স্মার্টনেস, উপস্থাপনা, মনোভাব, মানসিকতা এবং দক্ষতা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ভাইভা পরীক্ষা ২০২৩-এ ইন্টারভিউ বোর্ড দ্বারা পরীক্ষা করা হবে।

www.bkkb.gov.bd notice

বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড চাকরির সার্কুলার পরীক্ষার তারিখ এবং আসন পরিকল্পনা

বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড চাকরির সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইট bkkb.gov.bd-এর নোটিশ বোর্ডে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড চাকরির সার্কুলার পরীক্ষার তারিখ ২০২৩ ঘোষণা করার পর বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড চাকরির সার্কুলার কর্তৃপক্ষ বিকেকেবি সার্কুলার ২০২৩ পরীক্ষার আসন পরিকল্পনা PDF প্রকাশ করবে।

বিকেকেবি সার্কুলার ২০২৩ চাকরির পরীক্ষার ফলাফল

কর্তৃপক্ষ প্রতিটি পর্বের পরীক্ষার ফলাফল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করবে। সমস্ত ধাপ সম্পন্ন করার পর কর্তৃপক্ষ চূড়ান্ত মেধা তালিকা bkkb.gov.bd এ প্রকাশ করবে। bkkb.gov.bd Job Circular 2023. এছাড়াও আপনি আমাদের bdgovtjob.today ওয়েবসাইটে কর অঞ্চল বিকেকেবি সার্কুলার ২০২৩ ফলাফল ২০২৩ PDF পেতে পারেন

এটি কি bkkb job circular Job Circular 2023

হ্যা

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদনের শেষ তারিখ কবে?

৩০ জুন ২০২৩

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here