- Advertisement -spot_img
HomeAll jobsবাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BCSIR Job...

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BCSIR Job Circular 2024

- Advertisement -

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) – এর রাজস্বখাতের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে (http://bcsir23.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BCSIR Job Circular 2024। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক প্রকাশিত হয়েছে। Bangladesh Council of Scientific and Industrial Research Job Circular 2024 / bcsir23.teletalk.com.bd Job Circular 2024 -এর মাধ্যমে ২১ জন জনবল নিয়োগ করবে। Bangladesh Council of Scientific and Industrial Research BCSIR Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইন আবেদন ০১ আগস্ট ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ২২ আগস্ট ২০২৪। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BCSIR Job Circular 2024 -এ ১৩টি বিভাগে মোট ২১ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত দেশের বৃহত্তম মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এটি প্রখ্যাত বাঙালী বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার হাত ধরে ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তানের পুর্বাঞ্চলীয় গবেষণাগার হিসেবে এটির কেন্দ্রীয় অঙ্গপ্রতিষ্ঠানসমূহ  বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডির এলিফ্যান্ট রোডে অবস্থিত।

এই সংস্থা মুলত শিল্প গবেষণায় নিয়োজিত, তবে বেশ কিছু মৌলিক গবেষণা ও এখানে পরিচালিত হয়। বাংলাদেশে বহুল প্রচলিত উন্নতচুলা, বায়োগ্যাস, স্পিরুলিনা, ফায়ার এস্টিংগুইসার, সৌরবিদ্যুৎসহ অসংখ্য প্রযুক্তির সুতিকাগার হল এই প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠার পর থেকে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানটি এককভাবে বাংলাদেশের ৩৭৬টি পেটেন্টের উদ্ভাবন করেছে যা বাংলাদেশের মোট পেটেন্টের শতকরা ৫০ শতাংশ। এটি প্রায় ১০৭১টি পণ্য উন্নয়ন করেছে, ৬০০০টির অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত বিখ্যাত সিম্যাগো ইনস্টিটিউট র‍্যাংকিং-এ এটি স্থান করে নিয়েছে এবং এই র‍্যাংকিং অনুসারে এটি বাংলাদেশের একমাত্র সরকারি গবেষণা প্রতিষ্ঠান।

বর্তমানে এই গবেষণা প্রতিষ্ঠানে ৩৭৫জন বিজ্ঞানীসহ মোট প্রায় ১০৫৫জন জনবল, ১২টি ইনস্টিটিউট এবং প্রায় ৬০টি গবেষণা বিভাগ রয়েছে।

বিসিএসআইআর এর ইনস্টিটিউটসমুহ:

১। বিসিএসআইআর ঢাকা গবেষণাগার

২। বিসিএসআইআর চট্রগ্রাম গবেষণাগার

৩। বিসিএসআইআর রাজশাহী গবেষণাগার

৪। ইনস্টিটিউট অব এনার্জি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ঢাকা

৫। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা

৬। পাইলট প্ল্যান্ট এন্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার, ঢাকা

৭। কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট, ঢাকা

৮। আইএমএমএম, জয়পুরহাট

৯। চামড়া গবেষণা ইনস্টিটিউট, সাভার

১০। আইএনএআরএস, ঢাকা

১১। বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল ইনস্টিটিউট, ঢাকা

১২। ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশন, ঢাকা

গবেষণার পাশাপাশি এটি বাংলাদেশের শিল্প কারখানাসমুহের বিভিন্ন কারিগরি, বুদ্ধিবৃত্তিক এবং বিশ্লেষণ সেবা দিয়ে আসছে। এটি দেশী এবং বহুজাতিক কোম্পানি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাকে বছরে ৫৫০০টির অধিক বিশ্লেষণ সেবা অত্যন্ত সুলভমুল্যে প্রদান করে থাকে। এটি বছরে ১৫০জন দেশী এবং আন্তর্জাতিক গবেষককে ৩টি ক্যাটাগরিতে ফেলোশীপ প্রদানের মাধ্যেমে গবেষণার সুযোগ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে। একইসাথে বছরে এটি ৩০০ জনের অধিক মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট ডক্টোরাল ছাত্রছাত্রীকে গবেষণা (থিসিস) তত্ত্বাবধায়ন করে থাকে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ১৩।
মোট পদ সংখ্যাঃ ২১।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০ থেকে ১২,৫০০-৩০,২৩০ টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৯ জুলাই ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০১ আগস্ট ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২২ আগস্ট ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

এক নজরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
পদের নামঃ নিচে দেখুন
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ২১
চাকরির আবেদনঅনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ২২,০০০- ৫৩,০৬০ থেকে ১২,৫০০-৩০,২৩০ টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

০১ আগস্ট ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

২১ আগস্ট ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটbcsir23.gov.bd
দেখুন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: বিষয়: কেমিস্ট্রি।
পদের সংখ্যাঃ ০৩ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: মাইক্রোবায়োলজি।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: ফার্মেসি।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয়
বিভাগ বা শ্রেণি থাকা চলিবে না।

পদের নামঃ সাইন্টিফিক অফিসার (স্থায়ী পদ)।
বিষয়: ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

পদের নামঃ রিসার্চ কেমিস্ট (স্থায়ী পদ)।
বিষয়: কেমিস্ট্রি।
পদের সংখ্যাঃ ০৬ টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০-৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি। শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা চলিবেনা।

পদের নামঃ রিসার্চ ফিজিসিস্ট (স্থায়ী পদ)।
বিষয়: ফিজিক্স।

পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০-৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি। শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা চলিবেনা।

পদের নামঃ রিসার্চ বোটানিস্ট (স্থায়ী পদ)।
বিষয়: বোটানি।

পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০-৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি। শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা চলিবেনা।

পদের নামঃ রিসার্চ ফার্মাকোলজিস্ট (স্থায়ী পদ)।
বিষয়: বোটানি।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০-৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি। শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা চলিবেনা।

bgb.gov.bd

BCSIR Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

  • BCSIR Job Circular 2024 নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
  • BCSIR Job Circular 2024 সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে (বিসিএসআইআর-এর ওয়েব সাইটে প্রকাশিত নমুনা মোতাবেক) নির্দিষ্ট ফরমে অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
  • BCSIR Job Circular 2024 নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।
  • আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
  • নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরণের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। একাধিক পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময়সূচি বিসিএসআইআর এর Website: www.bcsir.gov.bd-এ প্রকাশ করা হবে। কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Bangladesh Council of Scientific and Industrial Research Job Circular 2024 আবেদনের নিয়মাবলীঃ

কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bcsir23.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১.08.2024 খ্রিঃ, সকাল ১০:০০ টা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 22.08.2024 খ্রিঃ, বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / BCSIR Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলীঃ

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ক্রমিক নং ১-৯ এর পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা এবং Teletalk এর কমিশন ও VAT বাবদ ৬৯ (ঊনসত্তর) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৬৬৯ (ছয়শত উনসত্তর) টাকা, ক্রমিক নং ১০-১৩ এর পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং Teletalk এর কমিশন ও VAT বাবদ ৩৫ (পঁয়ত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৩৩৫ (তিনশত পঁয়ত্রিশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।

প্রথম SMS: BCSIR23<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BCSIR23 ABCDEF Reply: Applicant’s Name, Tk-………. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BCSIR23 <Space>Yes<Space>PIN and send to 16222 দ্বিতীয় SMS: BCSIR23<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BCSIR23 YES 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BCSIR Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bcsir23.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ User ID এবং Password পুনরুদ্ধার

বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: BCSIR23<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: BCSIR23 Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে: BCSIR 23 <space>Help<space>PIN< space > PIN No & Send to 16222. Example: BCSIR23 Help PIN 12345678 & send to 16222.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিসিএসআইআর এর Website: www.bcsir.gov.bd-এ দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bcsir.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।এছাড়াও আমাদের ওয়েবসাইটে bdgovtjob.today সকল তথ্য পাবেন।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name: BCSIR, Post Name: * * *, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

 ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / BCSIR  Job Circular 2024 pdf download

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / BCSIR  Job Circular 2024 pdf download. বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / Bangladesh Council of Scientific and Industrial Research Job Circular 2024 PDF ডাউনলোড। bcsir23.teletalk.com.bd Job Circular 2024 pdf download. http://www.bcsir.gov.bd এবং http://bcsir23.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

BCSIR%20Job%20Circular%202024 images 0
BCSIR%20Job%20Circular%202024 images 1
BCSIR%20Job%20Circular%202024 images 2

bgb.gov.bd

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here