- Advertisement -spot_img
HomeAll jobsবাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Sainik Job Circular...

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Sainik Job Circular 2025

- Advertisement -

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army sainik Job Circular 2025। ২০২৫ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army sainik Job Circular 2025 / sainik job Circular 2025 এর অনলাইন আবেদন ২১ ডিসেম্বর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ৩১ জানুয়ারী ২০২৫। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫

সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি

আপনি কি সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি টিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ বাংলাদেশ সেনাবাহিনী।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
মোট পদ সংখ্যাঃ অনির্ধারিত।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১২ ডিসেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারী ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সংস্থার নামঃ বাংলাদেশ সেনাবাহিনী।
পদের নামঃসৈনিক।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃঅনির্ধারিত
চাকরির আবেদনঅনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃসামরিক।
লিঙ্গঃ ছেলে
বয়সঃ১৭ -২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃবিজ্ঞপ্তিতে দেখুন।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

২১ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

৩১ জানুয়ারী ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইটjoin.army.mil.bd
দেখুন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জব সার্কুলার পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সৈনিক
পদের সংখ্যাঃ অনির্ধারিতটি
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ

ক) সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা।

(১) বয়সঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

(২) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা।

(১) বয়সঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ বছর শিথিলযোগ্য অর্থাৎ ১৭ হতে ২২ বছর।

(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতাঃ ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

খ। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

গ। শারীরিক মান।

বিবরণপুরুষ প্রার্থীমহিলা প্রার্থী
উচ্চতা (ন্যূনতম)১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও
সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)।
ওজন (ন্যূনতম)৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুক (ন্যূনতম)স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
  1. স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
  2. সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
  3. বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবেঃ

  • ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
  • খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ।
  • গ। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ)।
  • ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে ।
  • ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি
  • চ । নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে ।
  • ছ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।
  • জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি।
  • ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে ।
  • ঝ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।
  • ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
  • ট। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃ-গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর সনদপত্র।

টেবিল-১

পরীক্ষার কেন্দ্রপরীক্ষা কেন্দ্রের কোডটেকনিক্যাল ট্রেডের নামট্রেড কোডযোগ্যতা/ট্রেড কোর্স
এসিসিএন্ডএস, বগুড়া, সেনানিবাস১১১ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
এসিএন্ডএস, হালিশহর, চট্টগ্রাম১১২ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস১১৪ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
এএসসিসিএন্ডএস, জাহানাবাদ সেনানিবাস, খুলনা১১৫ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
এএমসিসিএন্ডএস, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, টাঙ্গাইল১১৬ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
ওসিএন্ডএস, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর১১৭ড্রাইভারDVR ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে (সিএনজি এবং মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নয় ) ।
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩আর্টিফিসিয়ার ইঞ্জিনিয়ারAE ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং/মেরিন ইলেকট্রিশিয়ান / রেফ্রিজারেশন এবং এয়ার কান্ডিশনিং / জেনারেল ইলেকট্রিশিয়ান/ফার্ম মেশিনারীজ/মেকানিক্যাল ফিটার/মেশিনিষ্ট সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩ইলেকট্রিশিয়ানELEC ইলেকট্রিশিয়ান হাউজ ওয়্যারিং/মেরিন ইলেকট্রিশিয়ান / রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩অপারেটর কমিউনিকেশন ইউনিটOCU রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩মেশিনিষ্ট MACH ফার্ম মেশিনারিজ/মেকানিক্যাল ফিটার/মেশিনিষ্ট/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩ওয়েল্ডারWLDR ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন/ওয়েন্ডিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩মেশনMN মেশন/মেশনারি রড বাইন্ডিং/গ্রামবিং এবং পাইপ ফিটিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩সার্ভেয়ারSVY সিভিল ইঞ্জিনিয়ারিং/জিআইএস/জিপিএস সার্ভে সম্পর্কিত ট্রেড কোর্স
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর১১৩ড্রাফটসম্যানDTMN বিল্ডিং এবং স্থাপত্য নকশাঁ অংকন/অটোকেড সম্পর্কিত ট্রেড কোর্স
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস১১৪ওয়্যারম্যান সিগন্যালসWSIG ইলেকট্রিশিয়ান হাউজ ওয়্যারিং/মেরিন ইলেকট্রিশিয়ান / জেনারেল
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস১১৪অপারেটরOP কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/ইলেকট্রনিক্স কন্ট্রোল এবং কমিউনিকেশন সম্পর্কিত ট্রেড কোর্স
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস১১৪টেকনিশিয়ানTECH রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়্যারিং/ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং/ ইলেকট্রনিক্স সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮টেকনিশিয়ান আরমামেন্ট ভেহিক্যাল টেকনিশিয়ান বিয়ারিং ভেহিক্যালTBV ড্রাইভার কাম অটোমেকানিক্স সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮টেকনিশিয়ান কনস্ট্রাকশন ভেহিক্যাল ওয়েন্ডারTAV ড্রাইভার কাম অটোমেকানিক্স/ এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮টেকনিশিয়ান কনস্ট্রাকশন ভেহিক্যাল ওয়েন্ডারTAV ড্রাইভার কাম অটোমেকানিক্স সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮ওয়েল্ডারWLDR ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন/ওয়েন্ডিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮অপারেশন টু ইলেকট্রো মেডিক্যাল মেকানিকOEM রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়্যারিং/রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮রাডার এন্ড কমিউনিকেশন টেকনিশিয়ানRCT রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস১১৮ইন্সট্রুমেন্ট মেকানিকIM ফার্ম মেশিনারিজ/মেকানিক্যাল ফিটার/মেশিনিষ্ট/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী – পুরুষ ও মহিলা

১ম ধাপঃ

■ ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ

১। সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এস এম এসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২। টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

টেকনিক্যাল ট্রেড (TT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড’এ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএস ঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> TT <space> TRADE CODE <space> EXAM CENTER CODE

উদাহরণঃ SAINIK KHU 236098 2018 34 TT DVR 111 (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৩। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। বিএনসিসি এর সদস্যগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (BNCCGD) এবং টেকনিক্যাল ট্রেড (BNCCTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস ঃ SAINIK < space > 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCCGD

উদাহরণ ঃ SAINIK RAJ 236098 2018 34 BNCCGD (রাজশাহী বোর্ডের জন্য RAJ, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (IT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস ঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCCTT <space> TRADE CODE <space>EXAM CENTER CODE

উদাহরণ : SAINIK BAR 236098 2018 34 BNCCTT DVR 111 (বরিশাল বোর্ডের জন্য BAR, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৪। সেনাসম্ভান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সেনা সদস্যের সন্তানগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (SSGD) এবং টেকনিক্যাল ট্রেড (SSTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস : SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>SSGD

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস : SAINIK < space > 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> SSTT <space> TRADE CODE<space> EXAM CENTER CODE

উদাহরণ : SAINIK SYL 236098 2018 34 SSTT DVR 111 (সিলেট বোর্ডের জন্য SYL, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৫। টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস : SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TTTI<space> TRADE CODE

উদাহরণ ঃ SAINIK DIN 236098 2018 34 TTTI DVR (দিনাজপুর বোর্ডের জন্য DIN, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২য় ধাপ

৬। প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএস ঃ SAINIK<space>YES<space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণ : SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222

 ৩য় ধাপ

৭। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।

Bangladesh Army sainik Job Circular প্রবেশপত্র

Bangladesh Army sainik Job Circular অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না ।

Bangladesh Army sainik Job Circular প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। ১০। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে ।

sainik Job Circular হেল্প লাইন

sainik Job Circular প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪6060/0155015555৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

SAINIK<space> HELP <space> SSC BOARD <space>ROLL<space> PASSING YEAR <space> DISTRICT CODE অথবা SAINIK<space>HELP <space>PIN<space> PIN NUMBER and send to 6596

উদাহরণ ঃ SAINIK HELP DHA 236098 2017 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to 6596

sainik Job Circular জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1 ) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই-মেইল করুন: [email protected]

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইট www.army.mil.bd বিজ্ঞপ্তিসহ এদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। আমাদের জবপোর্টাল  https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://join.army.mil.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Bangladesh Army Job Circular নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস/ বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Army Job Circular 2025 pdf download

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army sainik Job Circular 2025 pdf download. সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড। সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি pdf download sainik Job Circular এবং Bangladesh Senabahini Job Circular -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং Bangladesh Senabahini Job Circular চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

sainik job circular, সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি, 
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫, Bangladesh Army sainik Job Circular 2025
sainik job circular, সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি, 
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫, Bangladesh Army sainik Job Circular 2025
sainik job circular, সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি, 
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫, Bangladesh Army sainik Job Circular 2025

সংক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রারম্ভিক ইতিহাসঃ বাংলার সামরিক ইতিহাসের মূল রাজা-মহারাজাদের সময় পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেসময় সেনাবাহিনীর প্রধানকে সেনাপতি বা মহাসেনাপতি নামে ডাকা হত। সেই সব সেনাবাহিনী গঠিত হত পদাতিক, অশ্বারোহী, যুদ্ধ হাতি আর যুদ্ধজাহাজ নিয়ে। বাংলায় মুসলমানদের আগমন আর বাংলা সুলতানাত এর প্রতিষ্ঠা সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছিল। সুলতানাতের একটি সুসজ্জিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল। মুঘল শাসনের সময় বাংলায় কামান ও গোলন্দাজ বাহিনীর প্রচলন হয়।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বাংলা ছিল দক্ষিণ এশিয় অঞ্চলে ব্রিটিশদের শক্তির প্রতীক। ১৭৫৭ সালে লর্ড ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী, নবাব সিরাজ-উদ-দৌলার নেতৃত্বাধীন ৫০,০০০ সৈন্যের বাংলার সেনাবাহিনীকে পলাশীর প্রান্তরে পরাজিত করে।পরবর্তীতে একই ব্রিটিশ বাহিনী ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিমের নেতৃত্বাধীন বাংলার বাহিনীকে পরাজিত করে। ব্রিটিশরা বাংলায় আর্মি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে যা পরবর্তীতে ১৮৯৫ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে যায়। ব্রিটিশ ভারতের পশ্চিম অংশ ছিল পুলিশ এবং সেনা সংগ্রহের জন্য অগ্রগণ্য অঞ্চল। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পূর্বে অশ্বারোহী বাহিনী এবং বল্লমধারী সৈন্যদলের সবাই ছিল এই অঞ্চলের।

বিদ্রোহের পর বেঙ্গল উপসর্গ-যুক্ত বিভিন্ন ইউনিটে, যেমন: বেঙ্গল স্যাপারস এবং বেঙ্গল ক্যাভালরি ইত্যাদি, বিহার, বানারসি, উত্তর প্রদেশ ইত্যাদি অবাঙ্গালি অঞ্চল থেকে নিয়োগ দেয়া হত কারণ এই অঞ্চলগুলো তখন বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল।প্রথম বিশ্বযুদ্ধের সময় বাংলা থেকে সৈন্য সংগ্রহের জন্য বেঙ্গলি পল্টন প্রতিষ্ঠা করা হয়। ১৯১৬ সালে ব্রিটিশ সরকার বেঙ্গলি ডাবল কোম্পানি প্রতিষ্ঠা করে। এই সৈন্যদেরকে করাচিতে প্রশিক্ষণ দেয়া হত আর পরে বাগদাদে মোতায়েন করা হত। যুদ্ধ শেষে এই সৈন্যরা বাগদাদে ১৯১৯ সালের কুর্দি বিদ্রোহ দমনে সাহায্য করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড পাইওনিয়ার কোর নামক একটি সহায়ক বাহিনী প্রতিষ্ঠা করে যারা ছিল কিছুটা প্রকৌশলী কিছুটা পদাতিক। এই বাহিনীর বেশিরভাগ সৈন্য সংগ্রহ করা হয়েছিল পূর্ব এবং পশ্চিম বাংলা থেকে। এই বাহিনী মূলত রাস্তাঘাট ও বিমানঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি নির্মাণের মাধ্যমে মূল বাহিনীকে সাহায্য করত। তবে প্রয়োজনে তারা পদাতিক বাহিনী হিসেবে জাপানের সাথে যুদ্ধও করত। এই বাহিনীকে বিভিন্ন কোম্পানিতে সংগঠিত করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সাথে সংযুক্ত করা হয়েছিল। ক্যাপ্টেন গনি ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং তিনি বার্মা ফ্রন্টে তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ শেষে পাইওনিয়ার কোরের সৈন্যরা ভারত ও জাপানের বিভিন্ন স্থানে সমবেত হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল।

১৯৪৬ সালে, জালনায় অবস্থিত পাইওনিয়ার কোর সেন্টারের তৎকালিন অ্যাডজুট্যান্ট এবং কোয়ার্টারমাস্টার ক্যাপ্টেন গনি পূর্ব বাংলার যুদ্ধফেরত পাইওনিয়ার কোরের সৈন্যদের নিয়ে একটি পদাতিক রেজিমেন্ট তৈরির ধারণা দেন এবং কেন্দ্রীয় কমান্ডের কাছে অনুমতি প্রার্থনা করেন। পরবর্তীতে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারত ও পাকিস্তান নামক নতুন দুই রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যার ফ্রাংক মেজারভি এর অনুমতি পাওয়ার পর ক্যাপ্টেন গনি পূর্ববাংলার সৈন্যদের নিয়ে বাঙালি পল্টন গঠন করেন যা ছিল পরবর্তীতে গঠিত পদাতিক রেজিমেন্টের মূল ভিত্তি।

পাকিস্তান পর্বঃ পাকিস্তান সৃষ্টির সময় ক্যাপ্টেন আব্দুল গনি পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল মেজারভির অনুমতি নিয়ে পূর্ববাংলার যুবকদের নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের কাজ শুরু করেন। ১৯৪৭ সালের ১৭ আগস্ট বোম্বেতে পাইওনিয়ার কোরের সৈন্যদের বিদায় অনুষ্ঠানে ক্যাপ্টেন গনি বলেন “তোমরা পৃথিবীর কাছে প্রমাণ করে দেবে বাঙালি সৈন্যরা পৃথিবীর অন্যান্য জাতির মতই সক্ষম”।[তথ্যসূত্র প্রয়োজন] এইসব উৎসাহব্যঞ্জক কথার সাথে ক্যাপ্টেন গনি ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে দুইটি পাইওনিয়ার কোম্পানি নিয়ে ঢাকায় ফিরে পিলখানায় (বর্তমান বিজিবি হেডকোয়ার্টার্স) অবস্থান নেন।

পরবর্তীতে তিনি প্রশাসনের কাছে সৈন্যদের উপযুক্ত আবাসস্থল চান। তিনি রাজধানীর উত্তর দিকের কুর্মিটোলাকে সেনানিবাসের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করেন। দিনের পর দিন পরিশ্রমের মধ্য দিয়ে এখানে জঙ্গল পরিষ্কার করে ব্যারাক, প্যারেড গ্রাউন্ড ইত্যাদি গড়ে তোলা হয়। সূত্র ও বিস্তারিঃ বাংলাদেশ সেনাবাহিনী

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here