বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Job Circular 2025। ২০২৫ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Job Circular 2025 / Bangladesh Senabahini Job Circular 2025 / sainik job Circular 2025 এর অনলাইন আবেদন ২১ ডিসেম্বর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ৩১ জানুয়ারী ২০২৫। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি
আপনি কি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি টিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ সর্ম্পকে সংক্ষেপঃ
সংস্থার নামঃ বাংলাদেশ সেনাবাহিনী।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
মোট পদ সংখ্যাঃ অনির্ধারিত।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১২ ডিসেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারী ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | |
---|---|
সংস্থার নামঃ | বাংলাদেশ সেনাবাহিনী। |
পদের নামঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | অনির্ধারিত |
চাকরির আবেদন | অনলাইনের মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সামরিক। |
লিঙ্গঃ | ছেলে |
বয়সঃ | ১৭ -২৫ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ | ২১ ডিসেম্বর ২০২৪ |
আবেদনের শেষ তারিখঃ | ৩১ জানুয়ারী ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | join.army.mil.bd |
দেখুন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image |
বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ সৈনিক
পদের সংখ্যাঃ অনির্ধারিতটি
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা।
(১) বয়সঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
(২) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ। টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা।
(১) বয়সঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ বছর শিথিলযোগ্য অর্থাৎ ১৭ হতে ২২ বছর।
(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতাঃ ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
গ। শারীরিক মান।
বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
উচ্চতা (ন্যূনতম) | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। |
ওজন (ন্যূনতম) | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। | ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। |
বুক (ন্যূনতম) | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। |
- স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
- সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।
ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ।
গ। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ)।
ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে ।
ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি
চ । নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে ।
ছ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।
জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি।
ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে ।
ঝ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।
ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ট। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃ-গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর সনদপত্র।
নির্বাচন পদ্ধতিঃ স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রশিক্ষণঃ সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ (ছত্রিশ) সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
ট্রেডের বিবরণঃ এমওডিসি’তে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ নিম্নরূপঃ-
পরীক্ষার কেন্দ্র | পরীক্ষা কেন্দ্রের কোড | ট্রেডের নাম | ট্রেড কোড | মন্তব্য |
---|---|---|---|---|
এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনাসনিবাস | ১১১ | করণিক | CLK | |
এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনাসনিবাস | ১১১ | আর্মোরার | ARMR | |
এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনাসনিবাস | ১১১ | জিডি | GD |
যে সকল ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না ।
- ক। সরকারি চাকুরি হতে বরখাস্তকৃত।
- খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত।
- গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।
এমওডিসি সৈনিক (আর্মি) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহঃ
বেতন ও ভাতাঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/- এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে।
পদোন্নতিঃ সৈনিক হতে মাষ্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে।
বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ ।
রেশন এবং চিকিৎসাঃ ভর্তুকিমূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে।
৫৩০ পদে সরকারী যানবাহন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪
৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangladesh Army Job Circular 2024 এসএমএস এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী
Bangladesh Army Job Circular 2024 এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী নিচে বিস্তারিত দেওয়া হলো।
ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC<space>1ST THREE LETTERS OF SSC BOARD <space>ROLL<space> PASSING YEAR<space> DISTRICT CODE <space> TRADE CODE
উদাহরণ: MODC DHA 236098 2022 34 GD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
এমওডিসি সন্তান (MS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এমওডিসি সদস্যদের সন্তানগণ (MS) যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC<space>1ST THREE LETTERS OF SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space> DISTRICT CODE<space> MS <space> TRADE CODE
উদাহরণ: MODC KHU 236098 202234 MS CLK (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
Bangladesh Army Job Circular আবেদন ফি
Bangladesh Army Job Circular প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।
দ্বিতীয় এসএমএস: MODC<space>YES<space>PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণ: MODC YES 236098 01XXXXXXXXXXXX and send to 16222
Bangladesh Army Job Circular 2024 অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী
Bangladesh Army Job Circular 2024 অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী নিচে বিস্তারিত দেওয়া হলো
Bangladesh Army Job Circular ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা এ http://modc.teletalk.com.bd লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ (দৈর্ঘ ও প্রস্থ) Pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ০৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে ।
Bangladesh Senabahini Job Circular
Bangladesh Senabahini Job Circular হেল্প লাইনঃ প্রার্থীর USER ID ও Password হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর Bangladesh Senabahini Job Circular ০১৫৫২১46060/01550155৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
MODC<space>HELP<space>SSC BOARD <space>ROLL<space> PASSING YEAR <space>DISTRICT CODE অথবা MODC< space>HELP<space>PIN<space>PIN NUMBER and send to 6596
উদাহরণ: MODC HELP DHA 236098 2017 34 অথবা MODC HELP PIN 894098 and send to 6596
Bangladesh Senabahini Job Circular জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই-মেইল করুনঃ modc@teletalk.com.bd
ভাড়া বাসা/বর্তমান/অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন।
সতর্কীকরণঃ টাকার বিনিময়ে এমওডিসি’তে লোক নিয়োগ করা হয় না। এমওডিসি’তে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসি’তে নিয়োগের জন্য প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। এমওডিসি’তে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
Bangladesh Army Job Circular স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইট www.army.mil.bd বিজ্ঞপ্তিসহ এদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://modc.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
Bangladesh Army Job Circular নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস/ বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Army Job Circular 2024 pdf download
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh Army Job Circular 2024 pdf download. বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি pdf download Bangladesh Army Job Circular এবং Bangladesh Senabahini Job Circular -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং Bangladesh Senabahini Job Circular চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি PDF ডাউনলোড লিঙ্ক এখানে।
সংক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রারম্ভিক ইতিহাসঃ বাংলার সামরিক ইতিহাসের মূল রাজা-মহারাজাদের সময় পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেসময় সেনাবাহিনীর প্রধানকে সেনাপতি বা মহাসেনাপতি নামে ডাকা হত। সেই সব সেনাবাহিনী গঠিত হত পদাতিক, অশ্বারোহী, যুদ্ধ হাতি আর যুদ্ধজাহাজ নিয়ে। বাংলায় মুসলমানদের আগমন আর বাংলা সুলতানাত এর প্রতিষ্ঠা সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছিল। সুলতানাতের একটি সুসজ্জিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল। মুঘল শাসনের সময় বাংলায় কামান ও গোলন্দাজ বাহিনীর প্রচলন হয়।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বাংলা ছিল দক্ষিণ এশিয় অঞ্চলে ব্রিটিশদের শক্তির প্রতীক। ১৭৫৭ সালে লর্ড ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী, নবাব সিরাজ-উদ-দৌলার নেতৃত্বাধীন ৫০,০০০ সৈন্যের বাংলার সেনাবাহিনীকে পলাশীর প্রান্তরে পরাজিত করে।পরবর্তীতে একই ব্রিটিশ বাহিনী ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিমের নেতৃত্বাধীন বাংলার বাহিনীকে পরাজিত করে। ব্রিটিশরা বাংলায় আর্মি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে যা পরবর্তীতে ১৮৯৫ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে যায়। ব্রিটিশ ভারতের পশ্চিম অংশ ছিল পুলিশ এবং সেনা সংগ্রহের জন্য অগ্রগণ্য অঞ্চল। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পূর্বে অশ্বারোহী বাহিনী এবং বল্লমধারী সৈন্যদলের সবাই ছিল এই অঞ্চলের।
বিদ্রোহের পর বেঙ্গল উপসর্গ-যুক্ত বিভিন্ন ইউনিটে, যেমন: বেঙ্গল স্যাপারস এবং বেঙ্গল ক্যাভালরি ইত্যাদি, বিহার, বানারসি, উত্তর প্রদেশ ইত্যাদি অবাঙ্গালি অঞ্চল থেকে নিয়োগ দেয়া হত কারণ এই অঞ্চলগুলো তখন বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল।প্রথম বিশ্বযুদ্ধের সময় বাংলা থেকে সৈন্য সংগ্রহের জন্য বেঙ্গলি পল্টন প্রতিষ্ঠা করা হয়। ১৯১৬ সালে ব্রিটিশ সরকার বেঙ্গলি ডাবল কোম্পানি প্রতিষ্ঠা করে। এই সৈন্যদেরকে করাচিতে প্রশিক্ষণ দেয়া হত আর পরে বাগদাদে মোতায়েন করা হত। যুদ্ধ শেষে এই সৈন্যরা বাগদাদে ১৯১৯ সালের কুর্দি বিদ্রোহ দমনে সাহায্য করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড পাইওনিয়ার কোর নামক একটি সহায়ক বাহিনী প্রতিষ্ঠা করে যারা ছিল কিছুটা প্রকৌশলী কিছুটা পদাতিক। এই বাহিনীর বেশিরভাগ সৈন্য সংগ্রহ করা হয়েছিল পূর্ব এবং পশ্চিম বাংলা থেকে। এই বাহিনী মূলত রাস্তাঘাট ও বিমানঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি নির্মাণের মাধ্যমে মূল বাহিনীকে সাহায্য করত। তবে প্রয়োজনে তারা পদাতিক বাহিনী হিসেবে জাপানের সাথে যুদ্ধও করত। এই বাহিনীকে বিভিন্ন কোম্পানিতে সংগঠিত করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সাথে সংযুক্ত করা হয়েছিল। ক্যাপ্টেন গনি ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং তিনি বার্মা ফ্রন্টে তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ শেষে পাইওনিয়ার কোরের সৈন্যরা ভারত ও জাপানের বিভিন্ন স্থানে সমবেত হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল।
১৯৪৬ সালে, জালনায় অবস্থিত পাইওনিয়ার কোর সেন্টারের তৎকালিন অ্যাডজুট্যান্ট এবং কোয়ার্টারমাস্টার ক্যাপ্টেন গনি পূর্ব বাংলার যুদ্ধফেরত পাইওনিয়ার কোরের সৈন্যদের নিয়ে একটি পদাতিক রেজিমেন্ট তৈরির ধারণা দেন এবং কেন্দ্রীয় কমান্ডের কাছে অনুমতি প্রার্থনা করেন। পরবর্তীতে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারত ও পাকিস্তান নামক নতুন দুই রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যার ফ্রাংক মেজারভি এর অনুমতি পাওয়ার পর ক্যাপ্টেন গনি পূর্ববাংলার সৈন্যদের নিয়ে বাঙালি পল্টন গঠন করেন যা ছিল পরবর্তীতে গঠিত পদাতিক রেজিমেন্টের মূল ভিত্তি।
পাকিস্তান পর্বঃ পাকিস্তান সৃষ্টির সময় ক্যাপ্টেন আব্দুল গনি পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল মেজারভির অনুমতি নিয়ে পূর্ববাংলার যুবকদের নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের কাজ শুরু করেন। ১৯৪৭ সালের ১৭ আগস্ট বোম্বেতে পাইওনিয়ার কোরের সৈন্যদের বিদায় অনুষ্ঠানে ক্যাপ্টেন গনি বলেন “তোমরা পৃথিবীর কাছে প্রমাণ করে দেবে বাঙালি সৈন্যরা পৃথিবীর অন্যান্য জাতির মতই সক্ষম”।[তথ্যসূত্র প্রয়োজন] এইসব উৎসাহব্যঞ্জক কথার সাথে ক্যাপ্টেন গনি ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে দুইটি পাইওনিয়ার কোম্পানি নিয়ে ঢাকায় ফিরে পিলখানায় (বর্তমান বিজিবি হেডকোয়ার্টার্স) অবস্থান নেন।
পরবর্তীতে তিনি প্রশাসনের কাছে সৈন্যদের উপযুক্ত আবাসস্থল চান। তিনি রাজধানীর উত্তর দিকের কুর্মিটোলাকে সেনানিবাসের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করেন। দিনের পর দিন পরিশ্রমের মধ্য দিয়ে এখানে জঙ্গল পরিষ্কার করে ব্যারাক, প্যারেড গ্রাউন্ড ইত্যাদি গড়ে তোলা হয়। সূত্র ও বিস্তারিঃ বাংলাদেশ সেনাবাহিনী
আরো ২০টি নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো
- KMSPico Windows 10 Free Download ➤ Activate Now ★
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – DME Job Circular 2025
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Kushtia DC Office Job Circular
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Biman Bangladesh Airlines BBAL Job Circular 2025
- বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Sainik Job Circular 2025
- ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Bhola DC Office Job Circular
- মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – Manikganj DC Office Job Circular
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – EEDMOE Job Circular 2025
- ৪৭তম বিসিএস সার্কুলার ২০২৪ – 47th BCS Circular 2024 (সকল তথ্য)
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BPATC Job Circular 2024
- গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Gaibandha DC Office Job Circular 2024
- বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bogra DC Office Job Circular 2024
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Army Job Circular 2025
- ২৫২৪ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DLRS Job Circular 2024
- ৭০ পদে ঢাকা ওয়াসা নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Dhaka Wasa Job Circular 2024
- গ্রামীণ ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Grameen Bank Job Circular 2024
- ৫৩০ পদে সরকারী যানবাহন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – DGT Job Circular 2024
- পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Palli bidyut job Circular 2024
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – BREB Job Circular 2024
- স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Architecture job circular 2024
Ami army hotechay besher manusr jonno kaj korte chay
I replaced my photo with another photo when applying. Can I change it?
ঝিনাইদহ জেলা কোড উল্লেখ নেই তার মানে কি জেলা কোটা শুন্যপদ খালি নেই? প্লিজ জানাবেন!