- Advertisement -spot_img
HomeAll jobsরপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Export Promotion Bureau EPB Job...

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Export Promotion Bureau EPB Job Circular 2025

- Advertisement -

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Export Promotion Bureau EPB Job Circular 2025। রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://epb.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Export Promotion Bureau EPB Job Circular 2025 রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক প্রকাশিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি Export Promotion Bureau EPB Job Circular -এর মাধ্যমে ৪৪ জন জনবল নিয়োগ করবে। EPB Job Circular 2025 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে। যারা রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি  – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – EPB Job Circular 2025 ১৪টি ক্যাটাগরির মোট ৪৪ টি পদে নিয়োগ দিচ্ছে। এর অনলাইনে আবেদন ২৩ এপ্রিল ২০২৫ এ শুরু হবে এবং শেষ তারিখ ২২ মে ২০২৫। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি কি রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি  এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে রপ্তানি উন্নয়ন ব্যুরো সংক্ষিপ্ত-পরিচিতি

ইতিহাস (History):

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) Export Promotion Bureau Act, 2015 দ্বারা গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। মাননীয় বাণিজ্যমন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সদস্যবৃন্দের (যুগ্মসচিবের নিন্মে নহে) সমন্বয়ে ব্যুরোর ২২-সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। ইপিবির ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পরিচালনা পর্ষদেরও ভাইস-চেয়ারম্যান যিনি পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জাতীয় রপ্তানি উন্নয়ন সংস্থাটির নামকরণ স্বব্যাখ্যায়িত।

১৯৬২ সালে ইপিবি সরকারি সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ (XLVII of 1977) বলে ২৫৪ জনবলের ইপিবিকে আধা-স্বায়ত্বশাসিত সংস্থায় রুপান্তর করা হয়।  ১৯৮৪ সালে ইপিবির TO&E পুনর্গঠনপূর্বক ২৩৬ জনবল কাঠামোর সংস্থায় রুপান্তর করা হয়। পরবর্তীতে ১৯৮৬ সাল হতে ২০০১ সাল পর্যন্ত ইপিবির আওতায় সৃষ্ট বস্ত্রসেলে বৎসর-ভিত্তিক সংরক্ষণ মঞ্জুরির ৪২টি পদ ২০০৯ ও ২০১০ সালে ইপিবির সাংগঠনিক কাঠামোতে স্থায়ী করা হয়।

দায়িত্ব ও কার্যাবলী (আইন অনুযায়ী)​ :

  •  ১. দেশের রপ্তানি উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি উভয় খাতের জন্য কার্যকর ও পর্যাপ্ত অর্থনৈতিক ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান;
  • ২. দেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য অন্বেষণ, উহাদের সম্ভাবনা পরীক্ষণ এবং সকল রপ্তানি পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান;  
  • ৩.  জাতীয় রপ্তানি খাতের অর্জন এবং অগ্রগতি পর্যবেক্ষণ, রপ্তানি গতিধারা (Export Trend) মনিটরিং এবং প্রতিবেদন প্রণয়ন, রপ্তানি তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও বিতরণ; 
  • ৪. দেশের সরকারি-বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক রপ্তানির জন্য গৃহিত বিভিন্ন প্রচেষ্টার সমন্বয় সাধন এবং এ ধরনের প্রতিষ্ঠানের বিদেশে রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণের সক্ষমতা অর্জন বা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ, তথ্য ও সহায়তা প্রদান;
  • ৫. দেশের কাঁচামাল/আধা-প্রস্তুত পণ্য/প্রস্তুতকৃত পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বাজার অন্বেষণ এবং পর্যবেক্ষণ;
  • ৬. বিদেশে শিল্প, বাণিজ্য ও রপ্তানি মেলা বা প্রদর্শণীর আয়োজন এবং অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ;
  • ৭. দেশের অভ্যন্তরে বাণিজ্য এবং রপ্তানি মেলা আয়োজন; 
  • ৮. বিদেশে দেশি পণ্যের প্রচারণার আয়োজন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
  • ৯. প্রশিক্ষণ/জরিপ/পরীক্ষণ/কারিগরি গবেষণা পরিচালনা অথবা অন্য কোন সংস্থা কর্তৃক প্রদত্ব এই ধরণের  জরিপ/পরীক্ষণ/কারিগরি গবেষণার ব্যয় নির্বাহে সহায়তাকরণ;
  • ১০. দেশের রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক কার্য এবং সরকার কর্তৃক আরোপিত/নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন। 
  • ৬.  বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থাসমূহের (TPOs) সাথে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি। সূত্রঃ ইতিহাস ও কার্যাবলি

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃরপ্তানি উন্নয়ন ব্যুরো।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ১৪।
মোট পদ সংখ্যাঃ ৪৪।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০ থেকে ০৮,২৫০ – ২০,০১০ টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৩ এপ্রিল ২০২৫।
আবেদন শুরু তারিখঃ ২৩ এপ্রিল ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২২ মে ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

এক নজরে রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সংস্থার নামঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো।
পদের নামঃ নিচে দেওয়া হলো।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ৪৪
চাকরির আবেদনঅনলাইনে।
চাকরির ধরনঃGovt Job
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ২ অনুর্দ্ধ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ নিচে বিস্তারিত দেখুন।
অভিজ্ঞতাঃনিচে বিস্তারিত দেখুন।
বেতন স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০ থেকে ০৮,২৫০ – ২০,০১০ টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

২৩ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখঃ

২২ মে ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইটরপ্তানি উন্নয়ন ব্যুরো
দেখুন রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি Image

রপ্তানি উন্নয়ন ব্যুরো জব সার্কুলার ২০২৫ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সহকারী পরিচালক।
পদের সংখ্যাঃ ০৩টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০ – ৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
মার্কেটিং/অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যান/ব্যবস্থাপনা/ব্যবসা
প্রশাসন/লোক প্রশাসনে ২য় শ্রেণি/সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ গবেষণা কর্মকর্তা।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০ – ৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
মার্কেটিং/অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যান/ব্যবস্থাপনা/ব্যবসা প্রশাসনে ২য় শ্রেণি/সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ তথ্য কর্মকর্তা।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২,০০০ – ৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
সাংবাদিকতা/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ২য় শ্রেণি/সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ নির্বাহী সহকারী।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
অর্থনীতি/পরিসংখ্যান/ বাণিজ্য/ সমাজ বিজ্ঞান/রাষ্ট্র বিজ্ঞানসহ স্নাতক
ডিগ্রী।

পদের নামঃ তদন্তকারী।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
অর্থনীতি/পরিসংখ্যান/ বাণিজ্য/ সমাজ বিজ্ঞান/রাষ্ট্র বিজ্ঞানসহ স্নাতক
ডিগ্রী।

পদের নামঃ সহকারী জনসংযোগ কর্মকর্তা।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
১। স্নাতক ডিগ্রী;
২। সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

পদের নামঃ ইউডিএ কাম-একাউনটেন্ট।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী;

পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
৩। ইংরেজী ও বাংলা সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর-এ প্রতি মিনিটে গতি যথাক্রমে ৭০/৪৫ এবং ৩০/২৫ শব্দ।

পদের নামঃ অভ্যর্থনাকারী।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

পদের নামঃ লাইব্রেরীয়ান।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রী।

পদের নামঃ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যাঃ ১৪টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ১। কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যামিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২। ইংরেজী ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষর-এ প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০/২০ শব্দ।

পদের নামঃ গাড়ীচালক।
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ১। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
২। হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;
৩। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

পদের নামঃ অফিস সহায়ক (এমএলএসএস)।
পদের সংখ্যাঃ ০৭টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম-গার্ড)।
পদের সংখ্যাঃ ০৭টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

Apply

EPB Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

EPB Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো আপনারা Export Promotion Bureau EPB Job Circular 2025 এর বিস্তারি দেখে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করুন।

১৫-০৪-২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এতদভিন্ন পূর্বের কর্মস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ৮, ১১, ও ১২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১৩ ও ১৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে।

আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও গেজেট এর সত্যায়িত কপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না ।

epb.teletalk.com.bd Job Circular 2025 এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://epb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৩/০৪/২০২৫ সকাল-১০:০০ ঘটিকা।

(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২২/০৫/২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্ত ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন ।

EPB Job Circular 2025 SMS প্রেরণের নিয়মাবলী

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: online-এ আবেদনপত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১ হতে ৩ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ৪ হতে ৬ ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ ১৫০/- (এক শত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/- (একশত অটষট্টি) টাকা, ৭ হতে ১২ ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা

১৩ ও ১৪ ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপান্ন) টাকা, তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপান্ন) টাকা।

আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন]। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।’

প্রথম SMS: EPB<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: EPB ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK-223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type EPB<Space>Yes<space>PIN and send to

16222.

দ্বিতীয় SMS: EPB <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: EPB Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for EPB Application for (post name) User ID is (ABCDEF) and password ( xxxxxxxx ).

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://epb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

epb Job Circular 2025 User ID এবং Password পুনরুদ্ধার।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন

(i) User ID জানা থাকলে: EPB<space>Help<space> User <space> UserID & Send to 16222. Example: EPB Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: EPB <space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.

Example: EPB Help PIN 12345678 & Send to 16222.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ওয়েবসাইট www.epb.gov.bd এবং http://epb.teletalk.com.bd অথবা আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.epb.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – epb Job Circular 2025 pdf download

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – epb Job Circular 2025 pdf download. রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – epb Job Circular 2025 PDF ডাউনলোড। http://www.epb.gov.bd এবং http://epb.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

Export%20Promotion%20Bureau%20EPB%20Job%20Circular%202025 images 0
Export%20Promotion%20Bureau%20EPB%20Job%20Circular%202025 images 1
Export%20Promotion%20Bureau%20EPB%20Job%20Circular%202025 images 2

Apply

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -