- Advertisement -
HomeAll jobsবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - BSCIC...

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BSCIC Job Circular 2023

- Advertisement -

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BSCIC Job Circular 2023. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট bscic.gov.bd এবং bscic.teletalk.com.bd এ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ এর মধ্যে একটি। যারা বাংলাদেশে সরকারি চাকরি পেতে চান তাদের জন্য বিসিক চাকরির সার্কুলার ২০২৩ সেরা হবে। সুতরাং, আপনি যদি বিসিক-তে কাজ করতে আগ্রহী হন, আপনি bscic.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আসুন bscic.teletalk.com.bd জব সার্কুলার ২০২৩ অনুযায়ী আরও বিস্তারিত জেনে নেই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষিত যোগ্য ব্যক্তিদের জন্য ২৭ জুলাই ২০২৩ তারিখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। এই বিসিক সার্কুলার ২০২৩-এর মাধ্যমে ০৯ টি পদের জন্য মোট ৪৬ লোক নিয়োগ করা হবে। অনলাইন আবেদন ০৯ আগস্ট ২০২৩ সকাল ১০:৩০ এ শুরু হবে এবং ৩১ আগস্ট ২০২৩ রাত ১১:৫৯-এ শেষ হবে। যোগ্য আগ্রহী প্রার্থীরা তাদের BSCIC Job Circular 2023 চাকরির আবেদনপত্র ওয়েবসাইটে bscic.teletalk.com.bd জমা দিতে পারেন।

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠান: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
পদ ক্যাটাগরি: ০৯
মোট পদ সংখ্যা: ৪৬
চাকরির ধরণ: ফুল টাইম
বেতন কাঠামো: সার্কুলার ছবি দেখুন
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি.
প্রকাশিত তারিখ: ২৭ জুলাই ২০২৩
আবেদন শুরু: ০৯ আগস্ট ২০২৩ সকাল ১০টা
আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৩ বিকাল ৫টা
আবেদন লিং: bscic.teletalk.com.bd

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন জব সার্কুলার ২০২৩
নিয়োগ প্রতিষ্ঠান:বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
পদের নাম:আবেদন বিজ্ঞপ্তি দেখুন
চাকরির স্থান:বাংলাদেশের যে কোন জায়গা
পদের ধরণ:০৯
মোট পদ সংখ্যা:৪৬
চাকরির ধরণ:ফুল টাইম
চাকরির ধরণ:সরকারি.
লিংগ:পুরুষ-মহিলা
বযস:১৮ হতে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:আবেদন পত্র দেখুন
অভিজ্ঞতা:আবেদন পত্র দেখুন
জেলা:আবেদন পত্র দেখুন
বেতনসার্কুলার ছবি দেখুন
অন্যান্য সুবিধঅ:সরকারি নীতি অনুযায়ী সকল সরকারি সুযোগ সুবিধা পাবে.
আবেদন ফি:২২৩
র্সোসঅফিসিয়াল ওয়েবসাইট
প্রকাশিত তারিখ:২৭ জুলাই ২০২৩.
আবেদন শুরু:০৯ আগস্ট ২০২৩ সকাল ১০টা.
আবেদন শেষ:৩১ আগস্ট ২০২৩ বিকাল ৫ টা.
আবেদন লিং:বিসিক

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫)

  1. প্রোগ্রামার (Programmer) টাকা-৩৫,৫০০-৬৭,০১০/- পদের সংখ্যা- ০১
  2. শিল্পনগরী কর্মকর্তা(Industrial State Officer) টাকা-২২,০০০-৫৩,০৬০/- পদের সংখ্যা- ২২
  3. সহকারী প্রকৌশলী (Assistant Engineer) টাকা-২২,০০০-৫৩,০৬০/- পদের সংখ্যা- ১৪
  4. ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা (Senior Coordination Officer) টাকা ২২,০০০-৫৩,০৬০/- পদের সংখ্যা- ০১
  5. প্রকাশনা কর্মকর্তা (Publication Officer) টাকা-২২,০০০-৫৩,০৬০/- পদের সংখ্যা- ০২
  6. সাব-কন্ট্রাকটিং কর্মকর্তা (Sub-Contracting Officer) টাকা-২২,০০০-৫৩,০৬০/- পদের সংখ্যা- ০২
  7. ঊর্ধ্বতন ফটোগ্রাফার (Senior Photographer ) টাকা- ১৬,০০০-৩৮,৬৪০/- পদের সংখ্যা- ০১
  8. ফটোগ্রাফার (Photographer) টাকা ১১,০০০-২৬,৫৯০/- পদের সংখ্যা- ০১
  9. কেয়ার টেকার (Care Taker) টাকা ১০,২০০-২৪,৬৮০/- পদের সংখ্যা- ২

BSCIC Job Circular 2023
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BSCIC Job Circular 2023, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

bgb.gov.bd

BSCIC Job Circular 2023 আবেদন করার পদ্ধতি

ক) আগ্রহী প্রার্থীগণ http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:

i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: 09/08/2013 খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।

ii) Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ: 31/08/2013 খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

খ) Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Applicant’s Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে; নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। প্রার্থী উক্ত Applicant’s copy প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

Applicant’s copy তে প্রাপ্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ হতে ৬ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ০৭ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা, ০৮ হতে ০৯ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোনভাবেই গৃহীত হবে না।

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ফি জমা দেওয়ার পদ্ধতি

প্রথম SMS: BSCIC<Space>User ID & send to 16222

Example: BSCIC ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK 600 / 500 / 200 / 100 will be charged as application fee. Your PIN is 1234567. To pay fee type 600 / 500 / 200 <space> Yes <space> PIN & send to 16222

দ্বিতীয় SMS: BSCIC <space> Yes <space> PIN & send to 16222

Example: BSCIC Yes 12345678 & send to 16222

Reply: Congratulations! Applicant’s Name, Payment Completed successfully for XXXX your User ID is (ABCDEF) and Password (XXXXX).

উল্লেখ্য, ফি প্রদানের পর প্রার্থী আবেদনপত্রে প্রদত্ত তার নিজস্ব মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে User ID ও Password পাবেন।

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রবেশপত্র

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এর মাধ্যমে প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার সময় আবশ্যই প্রদর্শন করবেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ User ID এবং Password পুনরুদ্ধার

শুধু Teletalk Prepaid Mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত পদ্ধতিতে SMS এর মাধ্যমে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

For lost password:

i. User ID জানা থাকলে BSCIC<space>Help<space>User<space>User ID & send to 16222

Example: BSCIC HELP USER ABCDEF & send to 16222

ii. PIN Number জানা থাকলে BSCIC <space>Help<space>PIN<space> PIN No & send to 16222 Example: BSCIC HELP PIN 12345678 & send to 16222

বিসিক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর বিজ্ঞপ্তি, Online- এ আবেদনপত্র পূরণের নিয়মাবলি, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য www.bscic.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনপত্রে উল্লিখিত তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্য বিসিক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক (প্রশাসন), বিসিক, বিসিক ভবন, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা- ১২০৮ বরাবর প্রেরণ করতে হবে। Applicant’s Copy সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর শুধু যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। দাখিলকৃত কাগজপত্র/তথ্যার সঠিকতা যাচাই সাপেক্ষে যোগ্য প্রার্থীকে মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য SMS প্রেরণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল/সাময়িক সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

বয়স প্রমাণের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের সনদ দাখিল করতে হবে এবং ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ দাখিল করতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত সংস্থা/প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায়

উত্তীর্ণ হলে ০৯ (নয়) নং ক্রমিকে উল্লিখিত কাগজপত্র সচিব, বিসিক, বিসিক ভবন, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ বরাবর প্রেরণ/দাখিল করতে হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র (মূল ও সত্যায়িত কপি-০১ সেট) মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন।

১. ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি;

২. শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদের সত্যায়িত ফটোকপি। মূল সনদের ফটোকপি প্রদানের অপরাগ হলে সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি গৃহীত হবে।

৩. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);

৪. অভিজ্ঞতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);

৫. জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;

৬. ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

৭. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

৮. প্রবেশপত্রের অনুলিপি;

9. Applicant’s Copy এর অনুলিপি

১০. www.bscic.gov.bd ওয়েবসাইট থেকে প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম ০২ (দুই) সেট (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক জমাদান করতে হবে;

১১. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতীয় প্রভৃতি কোটার স্বপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রাসঙ্গিক কাগজপত্রাদি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাইপূর্বক নিয়োগপত্র জারি করা হবে; ১২. প্রার্থী উপজাতীয় সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি;

১৩. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);

১৪. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা (Permanent Address) পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রাক্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র।

বিসিকের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৮৯ অনুযায়ী সরাসরি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ছয় মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন। তবে শর্ত থাকে যে, নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে যে কোন ব্যক্তির ক্ষেত্রে উক্ত মেয়াদ অনূর্ধ্ব ছয় মাসের জন্য বৃদ্ধি করতে পারবেন। কোন ব্যক্তিকে কোন পদে স্থায়ী করা হবে না, যদি না তিনি সন্তোষজনকভাবে শিক্ষানবিশি মেয়াদ সমাপ্ত করে থাকেন এবং বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত বিভাগীয় পরীক্ষায় (যদি থাকে) পাস করেন এবং নির্ধারিত প্রশিক্ষণ (যদি থাকে) গ্রহণ করে থাকেন।

আবেদনপত্র যাচাই-বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অনলাইন পদ্ধতিতে নিয়োগের আবেদন ফরম পূরণকালে কোন কোটায় আবেদন করা হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের আইন/বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য আইন/বিধি অনুসরণ করা হবে।

উপরিউক্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদন গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি

- Advertisement -
- Advertisement -
Stay Connected
Must Read
- Advertisement -
Popular Categories
Related News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here