Tuesday, February 4, 2025

সম্পূর্ণ বিনা মূল্যে আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

telegram
facebook

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

IsDB-BISEW IT Scholarship Programme

IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনা মূল্যে আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৭,২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ৩,২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে । সূত্রঃ আইএসডিবি -বিআইএসইডব্লিউ

সম্পূর্ণ বিনা মূল্যে আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ
গুরুত্বপূর্ণ তথ্যঃ
  •  IsDB-BISEW IT Scholarship Programme এর আওতায় তেরটি কোর্সের উপর স্কলারশিপ প্রদান করা হয় ।
  •  চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে ।
  •  পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না ।
চলমান কোর্স সমূহঃ

IsDB-BISEW IT Scholarship Programme এর আওতায় যে সকল কোর্স সমূহে স্কলারশিপ দেওয়া হয়, সে সব কোর্স সমূহের নাম এবং প্রার্থীর যোগ্যতা নিচে উল্লেখ করা হলঃ

For Graduates:

Qualifications

  •  Required qualifications: Bachelor/Fazil/Master/Kamil
  •  BSc in Computer Science, BSc Engineers, Doctors and Lawyers are not eligible to apply.

Important Notes

  •  কোর্স সুমহের মেয়াদকাল সাড়ে আট মাস ।
  •  স্নাতক প্রার্থীদের জন্য আসন সংখ্যা ১৩৫।
  •  কোর্স শেষে IsDB Placement cell এর মাধ্যমে চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হয় ।

সুযোগ-সুবিধা—

  • প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স।
  • সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম।
  • সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা—

স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ বিনা মূল্যে আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ

যেসব কোর্সে আবেদন করতে পারবেন—

  • ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার ।
  • ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস। 
  • ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।
  • ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
  • নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
  • গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেসব কোর্স—

  • আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড;
  • ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।
  • নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
  • গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।
  • ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট।
  • ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।
  • থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর Apply now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা, সরাসরি যোগাযোগ করতে পারবেন ০১৭১৯০০৭১০৭ নম্বরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

সাম্প্রতিক প্রকাশিত